E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বদলগাছীতে ১৮ মাদকসেবী ও মাদক ব্যবসায়ীর স্বেচ্ছায় আত্মসমর্পন

২০১৭ মার্চ ০৭ ১৫:৫৭:২৭
বদলগাছীতে ১৮ মাদকসেবী ও মাদক ব্যবসায়ীর স্বেচ্ছায় আত্মসমর্পন

নওগাঁ প্রতিনিধি : মঙ্গলবার বেলা ১১টায় নওগাঁ জেলার বদলগাছী থানা কম্পাউন্ডে “মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের স্বেচ্ছায় আত্মসমর্পণমূলক অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে। বদলগাছী থানা কমিউনিটি পুলিশিং ফোরাম কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বদলগাছী থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক, বিপিএম, পিপিএম। এ সময় পুলিশ সুপারের কাছে ১৮ জন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী স্বেচ্ছায় আত্মসমর্পণ করে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য শপথ নেন।

এসপি বলেন, আজ যারা মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিসে আসার জন্য শপথ নিলেন, তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সে ব্যাপারে পুলিশ সব সময় সহায়তা দিবে। আর যদি কেউ আবার মাদকের সঙ্গে যুক্ত হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া হবে। তিনি পাহাড়পুরের ঐতিহাসিক বৌদ্ধ বিহারের কথা উল্লেখ করে বলেন, এটি একটি পর্যটন এলাকা।

সুতরাং এই ঐতিহাসিক প্রাচীন স্মৃতি বিজড়িত এলাকায় কোন ভাবেই মাদকের বিস্তার ঘটতে দেয়া যাবে না। তাই যে কোন মূল্যেই মাদককে নির্মূল করতে হবে। তিনি আরো বলেন, কোন পুলিশ সদস্য মাদকের সঙ্গে যুক্ত হলে তার বিরুদ্ধেও কঠোর বিভাগীয় ব্যবস্থাসহ ফৌজদারী মামলা নেয়া হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) আবু সালেহ মোঃ আশরাফুল আলম, বদলগাছী থানার অফিসার ইনচার্জ, মোঃ জালাল উদ্দীন, উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা অলি আহমেদ রুমি চৌধুরী, ইউএনও মোঃ হোসাইন শওকত প্রমুখ।

(বিএম/এএস/মার্চ ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test