E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে বসতঘরসহ ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

২০১৭ মার্চ ০৮ ১৮:৪৪:৩৩
বাগেরহাটে বসতঘরসহ ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া বাজারে আগুন লেগে একটি ইন্স্যুরেন্স অফিস ও বসতঘরসহ ১০টি দোকান পুড়ে গেছে। বুধবার বিকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা দাবি করছেন। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এ আগুনের সূত্রপাত বলে জনিয়েছে ফায়ার সার্ভিস।

অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন আকন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, ধানসাগর ইউনিয়নের চেয়ারম্যান মইনুল ইসলাম টিপু, রায়েন্দা ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন ও জেলা পরিষদের সদস্য মহিম আকন ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্তদের সার্বিক সতহায়তার আশ্বাস দেন।

ক্ষতিগ্রস্তরা জানান, বিকাল ৩টার দিকে ইউনুচ আলীর ফার্নিচারের দোকান থেকে হঠাৎ দাউ- দাউ করে আগুন জ্বলে ওঠে। মূহুর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের শাখা অফিস, একটি বসতঘর, দুটি সুপারির আড়ৎ, তিনটি ফার্ণিচার দোকান, একটি তুলার দোকান, একটি মোটরসাইকেল ও একটি সাইকেল গ্যারেজসহ ১০টি প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।

শরণখোলা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আক্কাস আলী জানান, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

(একে/এএস/মার্চ ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test