E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বঙ্গোপসাগর উত্তাল

২০১৭ মার্চ ১১ ১৮:০৮:১৬
মংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বঙ্গোপসাগর উত্তাল

বাগেরহাট প্রতিনিধি : সৃষ্ট লঘুচাপের কারণে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। শুক্রবার রাত থেকে বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া। বঙ্গোপসাগরে বিশাল-বিশাল ঢেউ আছড়ে পড়ায় দুর্যোগপূর্ণ আবহওয়ার কারণে মাছ আহরণে থাকা ফিশিং ট্রলারগুলো টিকতে না পারায় আশ্রয় নিচ্ছে সুন্দরবনসহ উপকূলের মৎস্য বন্দরগুলোতে।

সুন্দরবন বিভাগ থেকে বলা হয়েছে উত্তাল বঙ্গোপসাগরে টিকতে না পারায় শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত কয়েক শত ফিশিং ট্রলার সুন্দরবনের কটকা, কচিখালী, হিরনপয়েন্ট ও দুবলার চরের ছোট ছোট খালে নিরাপদে আশ্রয় নিয়েছে।

এদিকে আবহওয়া বিভাগ মংলাসহ উপকূলের বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে। একই সাথে বঙ্গোপসাগরে অবস্থানরত ফিশিং ট্রলার সমুহকে পরবর্তি নির্দেশ না দেয় পর্যন্ত উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে। একই ভাবে বাগেরহাটের প্রধান মৎস্য বন্দর কেবি বাজার, শরণখোলা, রায়েন্দা ও মংলায়ও কয়েক শত ফিশিং ট্রলার আশ্রয় নিয়েছে।

উপকলীয় মৎস্যজীবী সমিতির সভাপতি শেখ ইদ্রিস আলী এতথ্য নিশ্চিত করেছেন।
মংলা বন্দর সূত্রে জানা গেছে, দুর্যোপূর্ণ আবহওয়ার কারণে বন্দরে পন্য ওঠা–নামা ও পরিবহনের কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। তবে মংলা বন্দরে পন্য ওঠা-নামার কাজ স্বাভাবিক রয়েছে।

বাগেরহাটে দিনভর দমকা হাওয়ার পাশাপাশি থেমে -থেমে ভারি বৃষ্টি হয়েছে। নদীগুলোর পানি পূর্ণিমার কারনে ফঁসে উঠে দুর্যোগপূর্ণ আবহওয়ায় আরো উত্তাল হয়ে উঠেছে। পশুর, বলেশ্বর, পানগুছি ও ভৈরব, দড়াটানাসহ বাগেরহাটের প্রধান-প্রধান নদীগুলোতেও আছড়ে পড়ছে বিশাল বিশাল ঢেউ।

(একে/এএস/মার্চ ১১, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test