E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলেজ ছাত্রী পুতুল হত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক স্বামী আটক

২০১৭ মার্চ ১৪ ১৭:১৩:০১
কলেজ ছাত্রী পুতুল হত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক স্বামী আটক

বাগেরহাট প্রতিনিধি : দেশব্যাপি আলোচিত ইডেন কলেজের মেধাবী ছাত্রী শরিফা বেগম পুতুল হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাহামুদুল আলম শিকদারকে আটক করেছে র‌্যাব। সোমবার রাতে পার্শবর্তী ভারতে পালিয়ে যাবার চেষ্টাকালে র‌্যাব তাকে সাতক্ষীরা সদরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে আটক করেছে।

মঙ্গলবার দুপুরে বাগেরহাট সার্কিট হাউজে র‌্যাব -৬ এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, ইডেন কলেজের মেধাবী ছাত্রী ও বাগেরহাট মোল্লাহাট উপজেলার উদয়পুর দৈবকান্দি গ্রামের দাউদ শেখের মেয়ে শরিফা বেগম পুতুলের সাথে ২০১৩ সালের ২০মে একই গ্রামের মাহামুদুল আলম শিকদারের পারিবারিক ভাবে বিয়ে হয়। রড় ভাইয়ের শ্যালিকাকে প্রেম করে বিয়ের মাত্র তৃতীয় দিনে ঘাতক স্বামী মাহামুদুল আলম স্ত্রী পুতুলকে কুপিয়ে হত্যা করে বাগেরহাটের মোল্লাহাট থানায় গিয়ে আত্মসমর্পন করে।

এ ঘটনায় মোল্লাহাট থানায় হত্যা মামলার দায়েরের পর আসামি আদালত থেকে জামিন পেয়ে পালিয়ে যায়। আসামির অনুপস্থিতি ২০১৬ সালের ১২ মে বাগেরহাটর জেলা ও দায়রা জজ আদালত ঘাতক মাহামুদুল আলম শিকদারকে ফাঁসির আদেশ প্রদান করেন।

মাহামুদুল ফাঁসির দণ্ড নিয়ে দেশের বিভিন্নস্থানে পালিয়ে আত্মগোপন করে থাকার পর সোমবার রাতে ভারতে পালিয়ে যাবার চেষ্টাকালে র‌্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে আটক করে। র‌্যাবের পক্ষ থেকে দুপুরে বাগেরহাটে সংবাদ সম্মেলনের পর বিকালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাহামুদুল আলম শিকদারকে মোল্লাহাট থানায় হস্তান্তর করে।

(একে/এএস/মার্চ ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test