E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘দেশের প্রাথমিক শিক্ষাকে আধুনিকায়ন করা হচ্ছে’

২০১৭ মার্চ ২১ ১৭:২২:১৯
‘দেশের প্রাথমিক শিক্ষাকে আধুনিকায়ন করা হচ্ছে’

বাগেরহাট প্রতিনিধি : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, দেশের প্রাথমিক শিক্ষাকে আরো গণমুখি ও আধুনিকায়ন করা হচ্ছে। সরকার প্রাথমিক শিক্ষায় সমতা আনতে এই প্রথম পল্লী এলাকার পিছিয়ে পড়া অসচ্ছল শিক্ষার্থীর মায়েদের ভাতা প্রদান কর্মসূচি চালু করতে যাচ্ছে। এতে করে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের দারিদ্রতা কমে আসবে। খুব সহসাই প্রধানমন্ত্রী এই ভাতা প্রদান কর্মসূচি উদ্বোধন করবেন।

মঙ্গলবার বিকালে বাগেরহাট পিটিআই’তে জেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের উদ্দেশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আরো বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় কোন প্রকার দুর্নীতি ও অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না। যার-যার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মঙ্গলবার দিনভর বাগেরহাট সফরকালে সকালে সদর উপজেলার বাদেকাড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন, দুপুরে বাসাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজের ভিত্তিফলক উন্মোচন ও বাগেরহাট বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের মিড ডে মিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এসব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্ত্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ন সচিব শেখ আতাহার হোসেন, বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, সদর উপজেলা চেয়ারম্যান মো. মুজিবর খান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমদ্দার প্রমুখ।

(একে/এএস/মার্চ ২১, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test