E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

২০১৭ মার্চ ২৬ ১৭:৫১:২৬
বাগেরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় ৪৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিনের শুভ সূচনা হয়। রবিবার সকালে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতি সংগঠন পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে শেখ হেলাল উদ্দিন ষ্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস ।

শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পুলিশ, আনসার, বিএনসিসি ও রোভার স্কাউট দলের সদস্যরা মার্চ পাস্টের মাধ্যমে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করেন।

এসময় মঞ্চে দাঁড়িয়ে অভিবাদন গ্রহণ করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাটের জেলা প্রশাসক জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস ও পুলিশ সুপার পুলিশ সুপার পংকজ চন্দ্র। পরে শান্তির প্রতিক কবুতর ও বেলুন আকাশে উড়ানো হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসপ্লে অংশ নেয়।

(একে/এএস/মার্চ ২৬, ২০১৭)



পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test