E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা, মোংলা বন্দরে ৩ নম্বর সংকেত

২০২৫ মে ২৩ ১৮:৩৭:২৮
সাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা, মোংলা বন্দরে ৩ নম্বর সংকেত

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে গভীর সঞ্চালনশীল মেঘমালা। এমন পরিস্থিতিতে সাগরে লঘুচাপ সৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এ জন্য মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই অবস্থায় আজ শুক্রবার সকাল থেকে বাগেরহাট, মোংলাসহ সংলগ্ন সাগর ও সুন্দরবন উপকূল জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। তবে আপাতত তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। লঘুচাপ থেকে নিন্মচাপ ও গভীর নিন্মচাপ থেকে ঘূর্ণিঝড় সৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আর ঘূর্ণিঝড় সৃষ্টি হলে তার নাম হবে ‘শক্তি’।

মোংলা আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ মো. হারুন উর রশিদ এতথ্য নিশ্চিত করে জানান, সঞ্চালনশীল মেঘমালা থেকে সাগরে লঘুচাপের সম্ভাবনা রয়েছে। সাগরে লঘুচাপ সৃষ্টির পরই বাগেরহাটসহ সুন্দরবন উপকূলজুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লঘুচাপ থেকে নিন্মচাপ ও গভীর নিন্মচাপ থেকে ঘূর্ণিঝড় সৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান জানান, আবহাওয়া বিভাগ মোংলা বন্দরে তিন নম্বর সংকেত জারি করলেও শুক্রবারও অনুকূলে পরিবেশ বিরাজ করায় বন্দরের জেটি ও পশুর চ্যানেলে অবস্থানরত সব জাহাজে পণ্য ওঠানামা ও পরিবহনের কাজ স্বাভাবিক রয়েছে।

(এস/এসপি/মে ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test