E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মৎস্য সম্পদ ও জীববৈচিত্র রক্ষায় পুড়ানো হলো সাড়ে ৫ হাজার মিটার চায়না দুয়ারী জাল 

২০২৫ মে ২৬ ১৯:২৬:০৮
মৎস্য সম্পদ ও জীববৈচিত্র রক্ষায় পুড়ানো হলো সাড়ে ৫ হাজার মিটার চায়না দুয়ারী জাল 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : মৎস্য সম্পদ ও জীববৈচিত্র রক্ষায় গোপালগঞ্জে সাড়ে ৫ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল বিল থেকে উদ্ধারের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আজ সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর বিলে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর । এ অভিযানে প্রায় সাড়ে ৫ হাজার মিটার চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। এ জালের বাজার মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।

পরে এদিন বিকালে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরে উদ্ধারকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক, সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তোগীর, উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় প্রমূখ উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. মঈনুল হক বলেন, কিছু অসাধু মৎস্য শিকারী গোপালপুর বিলে অবৈধ চায়না দুয়ারী (ম্যাজিক) জাল দিয়ে দেশীয় প্রজাতির মাছ শিকার করছিল। এছাড়া এ জালের ফাঁদে দেশীয় প্রজাতির মাছের পাশাপাশি শামুক, কাকড়া, কুচিয়া সহ জীববৈচিত্র বিলুপ্ত হচ্ছে। মাছ ও জীব বৈচিত্র রক্ষায় ওই বিলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাড়ে ৫ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। বিকেলে এসব জালে অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয় । ধবংসকৃত জালের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা। দেশীয় মৎস সম্পদ , জীববৈচিত্র রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

(টিবি/এসপি/মে ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test