E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নেপথ্যে সিভিল সার্জন ও আরএমও’র লড়াই

সাতক্ষীরার সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন, অফিস ঘেরাও

২০২৫ অক্টোবর ০৬ ১৮:৫০:০৫
সাতক্ষীরার সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন, অফিস ঘেরাও

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আঃ সালামের অপসারণের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও সিভিল সার্জন অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে। আজ সোমবার সকালে সাতক্ষীরা শহরের খুলনা মোড়ে সাতক্ষীরা জেলাবাসীর ব্যানারে আয়োজিত  মানববন্ধন শেষে সিভিল সার্জন অফিস ঘেরাও করা হয়।

এদিকে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিকে সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগে অসাতক্ষীরা সিভিল সার্জন আব্দুস সালাম ও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল আহম্মেদ এর আধিপত্য বিস্তারের লড়াই বলে বিশিষ্ঠজনেরা মনে করছেন।

সাতক্ষীরা শহরের খুলনা রোডের মোড়ে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সাদাম,কলেজ শিক্ষক ইদ্রিস আলী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সদস্য ফারুক হোসেন, ভূমিহীন নেত্রী নাজমা আক্তার নদী, হাফিজুর রহমান, সাতক্ষীরা সদর হাসপাতালের স্বেচ্ছাসেবক শাওন প্রমুখ।

বক্তারা বলেন, সাতক্ষীরা সিভিল সার্জন অপেশাদারী আচরণ করে থাকেন। নারী কর্মীদের দিয়ে তিনি ব্যক্তিগত কাজ করিয়ে থাকেন। কোন নারী কর্মী তার কথা না শুনলে তাকে বদলীর ভয় দেখানো হয়। এ ছাড়া তার বিরুদ্ধে সদর হাসপাতালে কর্মরত সাতজন স্বেচ্ছাসেবককে কর্মচ্যুত করার অভিযোগ রয়েছে। স্বেচ্ছাসেবকরা জনস্বার্থে কাজ করলেও জেলা প্রশাসকের কাছে মিথ্যা তথ্য দিয়ে তাদের পেটে লাথি মারা হয়েছে। তারা অবিলম্বে সিভিল সার্জনের অপসারন দাবি করেন।

এ ব্যাপারে সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম বলেন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল আহম্মেদ গত তিন মাসে ১২ দিন স্বল্প সময় করে(আধ ঘণ্টা থেকে সর্বোচ্চ আধা ঘণ্টা) অফিস করেছেন। তাকে ডেকে ডেকে অফিসে আনতে হয়। তার হাজিরার বিষয়টি ডিজিটাল হাজিরায় প্রমাণ রয়েছে। এ ছাড়া ডাঃ ফয়সাল জরুরী বিভাগে কর্মরত স্বেচ্ছাসেবকদের মাধ্যমে হাসপাতালের রোগী নিজের ব্যক্তিগত প্রতিষ্ঠান হার্ট ফাউ-েশনে ভর্তি করিয়ে থাকেন। ওইসব স্বেচ্ছাসেবকরা হাসপাতালেও অনিয়ম দূর্ণীতির সঙ্গে জড়িত। এ কারণে হাসপাতলে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে গত ১৪ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ি স্বেচ্ছাসেবকদের দালাল হিসেবে চিহ্নিত করে তাদেরকে কাজ না করার জন্য নোটিশ দিতে বলা হয়। তিনি নোটিশ করে তাদেরকে কাজ থেকে বিরত থাকতে বলেন। এতে ডাঃ ফয়সাল আহম্মেদ তার ব্যবসায়িক ক্ষতি বুঝতে পেরে গত ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার স্বেচ্ছাসেবকদের স্বার্থে অফিসে এসে তার সঙ্গে খারাপ আচরণ করেন। বিষয়টি তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানালে সোমবার কিছু ভূমিহীন লোকজনকে দিয়ে পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল আহম্মেদ তার প্রতিষ্ঠানে স্বেচ্চছাসেবকদের দিয়ে হাসপাতাল থেকে রোগী ভর্তি করানো ও সিভিল সার্জনের বিরুদ্ধে পরিকল্পিত মানববন্ধনের অভিযোগ অস্বীকার করে বলেন, হাসপাতালে আয়ুর্বেদ ডাক্তার ও হোমিও ডাক্তার দিয়ে ১৫০ জন করে ৩০০ রোগী দেখার বিরোধিতা করা নিয়ে ৩০ সেপ্টেম্বর সিভিল সার্জনের সঙ্গে তার বচসা হয়। শাহ আলম নামের এক সাংবাদিকের সঙ্গে সিভিল সার্জনের বিরোধকে কেন্দ্র করে ধরণের মানববন্ধন হতে পারে বলে মনে করেন আবাসিক মেডিকেল অফিসার।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, শান্তি রক্ষার্থে তিনি সিভিল সার্জন অফিসে গিয়েছিলেন।

(আরকে/এসপি/অক্টোবর ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৬ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test