E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ব্যাংক খাতে অবৈধ নিয়োগের বিরুদ্ধে বরিশালে মানববন্ধন

২০২৫ অক্টোবর ০৬ ১৯:০৬:০৬
ব্যাংক খাতে অবৈধ নিয়োগের বিরুদ্ধে বরিশালে মানববন্ধন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক বিভিন্ন ব্যাংকে অদক্ষ ও অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বরখাস্ত ও মেধাভিত্তিক নিয়োগ প্রবর্তনের দাবিতে বরিশালের গৌরনদীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল সকাল দশটায় উপজেলা টরকী বন্দরস্থ ইসলামী ব্যাংক শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন-ব্যাংকিং খাতে নির্দিষ্ট অঞ্চলে একচ্ছত্রভাবে অবৈধ নিয়োগ প্রদানের প্রথা অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি দেশের সব অঞ্চলে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী মেধাভিত্তিক নিয়োগের মাধ্যমে নিয়োগ নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, এস আলমের মাধ্যমে পাচারকৃত লক্ষাধিক কোটি টাকা ফেরত আনার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারের জব্দকৃত অর্থ-সম্পদ ব্যবহার করে তার দায়-দেনা সমন্বয় করতে হবে। ব্যাংকের সুনাম ক্ষুন্নকারী মিথ্যা তথ্য ও অপপ্রচারে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণের জন্য বক্তারা জোর দাবি করেন।

বিক্ষোভ সমাবেশে খলিল সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন-হাফেজ মোখলেসুর রহমান, শওকত হোসেন, বাবুল কাজী, নাসির উদ্দিন, ইমরান তালুকদার, হানিফ সরদার প্রমুখ।

সমাবেশে অংশগ্রহনকারীরা আশঙ্কা প্রকাশ করেন, ব্যাংকিং খাতে অবৈধ নিয়োগ ও দুর্নীতি প্রতিরোধ করা না হলে দেশের আর্থিক নিরাপত্তা সংকটে পড়বে এবং সাধারণ মানুষের আস্থা কমে যাবে।

(টিবি/এসপি/অক্টোবর ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৬ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test