E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ডিসি লেকপাড়কে আকর্ষণীয় করতে ব্যাপক উদ্যোগ

২০২৫ অক্টোবর ০৬ ১৯:০৯:২৮
ডিসি লেকপাড়কে আকর্ষণীয় করতে ব্যাপক উদ্যোগ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশাল নগরীর অন্যতম আকর্ষনীয় বিনোদনকেন্দ্র ডিসি লেকপাড়কে আকর্ষণীয় করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফলে নতুন রুপ লেকপাড়কে ঘিরে দৃষ্টিনন্দন দেয়াল ও স্থাপনা নির্মাণের কাজ শুরু করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, এ উদ্যোগের মাধ্যমে লেকের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি সৌন্দর্য কয়েকগুণ বৃদ্ধি পাবে। বাড়বে পর্যটকদের আনাগোনা।

বরিশাল জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বরিশালবাসীর অবসর যাপনের অন্যতমস্থান হিসেবে নগরীর বেলস পার্ক ও ডিসি লেককে আরও আকর্ষনীয় করে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাই লেকের পাড়ে নান্দনিক দেয়াল নির্মাণ, বসার স্থান, পথচারীদের জন্য হাঁটার ট্র্যাক, আধুনিক আলোকসজ্জা ও সবুজায়নের কাজ করা হবে।

বরিশাল ডিসি লেকপাড়ে নিয়মিত হাঁটতে আসা স্থানীয় বাসিন্দা সুখেন্দু এদবর বলেন, এখানকার কাজ শেষ হলে লেকপাড় আরও নিরাপদ ও সুন্দর হবে। পরিবার নিয়ে বিকেল সময় কাটানোর জন্য বরিশালে খুব বেশি জায়গা নেই। তাই এই লেককে সাজানো হলে আমাদের সবার জন্যই আনন্দদায়ক হবে। তিনি আরও বলেন, বিশেষ করে সকালে বেলস পার্কে প্রাতঃ ভ্রমনকারীদের ভ্রমন নিরাপদ করবে। বৃদ্ধ ও অসুস্থ্য প্রাতঃ ভ্রমনকারীরা যাতে লেকের পানিতে পরে দূর্ঘটনায় পতিত না হয়, সেজন্য এই দৃষ্টিনন্দন দেয়াল ও স্থাপনা আরো আগেই নির্মান করা উচিত ছিলো বলেও তিনি উল্লেখ করেন।

বরিশাল সরকারি বজ্রমোহন কলেজের শিক্ষার্থী মাহিমুল হাসান এমদাদ বলেন, ডিসি লেক ইতোমধ্যেই নগরীর একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র। এখানে নতুন স্থাপনা যোগ হলে এটি শুধু স্থানীয় নয়; বাইরের পর্যটকদের কাছেও আকর্ষণীয় হবে। তাই জেলা প্রশাসনের নেওয়া এই উদ্যোগ প্রশংসনিয় বলেও তিনি জানিয়েছেন।

জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই নান্দনিক দেয়াল ও স্থাপনা নির্মান শেষ হলে ডিসি লেক এলাকার সামগ্রিক পরিবেশ পরিবর্তন হবে। বরিশালের সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্যও এই স্থানকে ব্যবহার করা যাবে।

বরিশালের সাংস্কৃতি কর্মী ও সাংবাদিক বেলায়েত বাবলু বলেন-ডিসি লেককে আধুনিক ও দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে পারলে বরিশালে পর্যটন শিল্পেরও উন্নয়ন ঘটবে। এ ধরনের উদ্যোগ শুধু নগরীর সৌন্দর্য বৃদ্ধি করবে না, বরং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

এ ব্যাপারে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, স্থানীয় বাসিন্দা ও সচেতন নগরবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসন ডিসি লেক পাড়কে দৃষ্টিনন্দন করতে ব্যাপক উদ্যোগ হাতে নিয়ে কাজ শুরু করেছে। পুরো কাজ শেষ হলে যার সুফল পাবে নগরবাসী।

(টিবি/এসপি/অক্টোবর ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৬ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test