E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

গাজীপুরের ভবন ভাঙার সময় ছাদ ধসে শ্রমিক নিহত

২০১৫ জুন ০৯ ২০:১৪:৫৫
গাজীপুরের ভবন ভাঙার সময় ছাদ ধসে শ্রমিক নিহত

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের জেলা প্রশাসকের (ডিসি) সরকারি বাসভবনের পরিত্যক্ত গার্ড রুম ভাঙার সময় ছাদ ধসে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, কয়েকজন নির্মাণ শ্রমিক কয়েক দিন ধরে জেলা প্রশাসকের বাসভবনের পরিত্যক্ত গার্ড রুম ভাঙার কাজ করছিল। মঙ্গলবার সকালে ২ শ্রমিক ছাদ ভাঙার কাজ করার সময় হঠাৎ ছাদটি ধসে ওই শ্রমিকের উপর পড়ে। এতে ওই শ্রমিক ছাদের নীচে চাপা পড়েন।

খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা শ্রমিককে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম জানান, গাজীপুর গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে পরিত্যক্ত ওই গার্ড রুমটি ভাঙার কাজ চলছিল। গণপূর্ত বিভাগ শ্রমিককে নিয়ে আসে। সকালে কাজ করার সময় ছাদটি হঠাৎ ধসে পড়ে ওই শ্রমিকের মৃত্যু হয়।

তিনি আরো জানান, নিহতের পরিচয় পাওয়া যায়নি। জেলা প্রশাসনের পক্ষ থেকে তার দাফন-কাফনসহ প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

(এসএএস/পিএস/জুন ০৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test