E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

উজিরপুরে রঙ তৈরির অবৈধ কারখানা সিলগালা

২০১৬ জুন ১৯ ১৬:৫৭:০৮
উজিরপুরে রঙ তৈরির অবৈধ কারখানা সিলগালা

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):জেলার উজিরপুর উপজেলার সোনারবাংলা এলাকায় নিয়ম বর্হিভূতভাবে জ্বালানি তেল বিক্রির প্রতিষ্ঠান এবং রং ও তারফিন তৈরির অবৈধ কারখানা শনিবার রাতে সিলগালা করে দিয়েছে পুলিশ। এসময় প্রতিষ্ঠানের মালিক সাইফুল ইসলাম বাদলকে আটক করা হয়েছে।

থানার ওসি গোলাম ছরোয়ার জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে সালমা এন্টারপ্রাইজ নামের একটি সাইনবোর্ড ঝুঁলিয়ে মাটির উপর ট্যাঙ্কি স্থাপন করে সেখানে অপরিশোধিত জ্বালানি তেল মজুদ করে ব্যবসা করে আসছিলো বাদল। এতে যেকোনো সময় বিস্ফোরণসহ ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা ছিল। এছাড়াও কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়া সেখানে তারফিন এবং রং উৎপাদন করা হতো। এ কারণে সাইফুল ইসলাম বাদলকে আটকের পাশাপাশি অবৈধভাবে বিক্রি হওয়া অপরিশোধিত প্রায় চার হাজার লিটার জ্বালানি তেল এবং রং ও তারফিনের ব্যারেল জব্দসহ অবৈধ কারখানা সিলগালা করা হয়েছে।



(টিবি/এস/জুন ১৯,২০১৬)

পাঠকের মতামত:

১৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test