E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারের এসপিসহ ৩ কর্মকর্তা পাচ্ছেন বিপিএম-পিপিএম পদক

২০১৮ জানুয়ারি ০৩ ১৬:৩০:৪৯
মৌলভীবাজারের এসপিসহ ৩ কর্মকর্তা পাচ্ছেন বিপিএম-পিপিএম পদক

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার প্রতিনিধি : সেবার স্বীকৃতি , জঙ্গি তৎপরতা কঠোরভাবে দমন ও সর্বোচ্ছ সাহসীকতার কারেণ এবার বাংলাদেশ পুলিশের সর্বোচ্ছ এওয়ার্ড বিপিএম পদক পাচ্ছেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ্ জালাল সহ ৩ পুলিশ কর্মকর্তা । একই কারেণ পিপিএম পদক পাচ্ছে অতিরিক্তি পুলিশ সুপার (এএসপি) রাশেদুল ইসলাম । পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি সাহসীকতার স্বীকৃতি সুরূপ পিপিএম পদক পাচ্ছেন মৌলভীবাজার মডেল থানারএসআই আব্দুল মালিক ।

জানা যায় , ২০১৭ সালের ৪ জানুয়ারী মৌলভীবাজার শহরের যমুনা পেট্রলপাম্পের কাছে ইয়াবা ব্যবসায়ীদের ধরতে অভিযান চলাকালে অতর্কিত হামলায় চাপাতির কোপে গুরুত আহত হন মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক।

এ ঘটনায় এসআই আব্দুল মালেক ছাড়াও পুলিশের এক সদস্য আহত হন। এর প্রেক্ষিতে অন্যান্য পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি পিপিএম পদক পাচ্ছেন এসআই আব্দুল মালিক।

বুধবার (৩ জানুয়ারী) পদক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্তি পুলিশ সুপার (এএসপি) রাশেদুল ইসলাম। আগামী ৮ জানুয়ারি সকাল ৯টার দিকে রাজারবাগ পুলিশ লাইনে এক অনারম্বন অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে এই পদক তুলে দিবেন বলে জানা গেছে।

(একে/এসপি/জানুয়ারি ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test