E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় আখেরি মোনাজাতের মধ্যেদিয়ে শেষ হলো আঞ্চলিক ইজতেমা

২০১৮ জানুয়ারি ২৭ ১৮:১১:২২
নওগাঁয় আখেরি মোনাজাতের মধ্যেদিয়ে শেষ হলো আঞ্চলিক ইজতেমা

নওগাঁ প্রতিনিধি : আখেরি মোনাজাতের মধ্যেদিয়ে নওগাঁয় আঞ্চলিক ইজতেমা শনিবার দুপুরে শেষ হয়েছে। বেলা ১১টা ৫০ মিনিট থেকে প্রায় ২২মিনিট ব্যাপী মোনাজাত পরিচালনা করেন ঢাকাস্থ কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম মওলানা মোহাম্মদ রবিউল হক।

বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম উম্মার শান্তি, বাংলাদেশের অগ্রগতি এবং সকল মুসলিম স্বরনার্থীদের শান্তিময়জীবন কামনা করে দোয়া করা হয়। নওগাঁ শহরের পূর্বপ্রান্তে সান্তাহার সংলগ্ন দোগাছী মাঠে গত ২৫ জানুয়ারী বৃহষ্পতিবার থেকে এই এজতেমা শুরু হয়।

নওগাঁ, পার্শ্ববর্তী বগুড়া, জয়পুরহাট, রাজশাহী, নাটোর জেলাসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ২ লাখেরও বেশী ধর্মপ্রাণ মানুষ টঙ্গির বিশ্ব ইজতেমার পর বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম এই আঞ্চলিক ইসলামী মহসমাবেশে যোগদান করেন। কয়েকদিন ধরে এজতেমাস্থলে অবস্থানরত মুসল্লী ছাড়াও আখেরি মোনাজাতে অংশ নেয়ার জন্য সকাল থেকেই নওগাঁ জেলার বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী জেলা সমুহ থেকে হাজার হাজার নারী পুরুষ আবাল বৃদ্ধ জনতা ইজতেমায় এসে যোগদান করেন।

দোয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেইজতেমাথেকে একযোগে বাড়ী ফেরা মানুষের ভীড়ে সান্তাহার-রানীনগর, সান্তাহার-নওগাঁ, সান্তা-আক্কেলপুর, সান্তাহার-বগুড়া সড়কসহ বিভিন্ন সংযোগ সড়কগুলো জনস্রাতে পরিনত হয়। প্রায় দু’ঘন্টারও বেশী সময় লেগে যায় এসব সড়ক যানজট মুক্ত হতে। শান্তিপূর্ন এই এজতেমা সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তামুলক ব্যবস্থা গ্রহন করে নওগাঁ জেলা পুলিশ। এ উপলক্ষে এজতেমাস্থলে বসানো হয় একটি সার্বক্ষনিক পুলিশ কন্ট্রোলরুম।

(বিএম/এসপি/জানুয়ারি ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test