E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধন

২০১৮ ফেব্রুয়ারি ০৪ ১৭:৩৪:৩২
নওগাঁয় পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি : রবিবার নওগাঁয় পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এই সপ্তাহের কার্যক্রম উদ্বোধন করেন।

নওগাঁ জেলায় পাসপোর্ট অফিস স্থাপনের পর থেকে এ জেলায় পাসপোর্ট প্রদানের কার্যক্রম অত্যন্ত সহজ এবং সম্প্রসারিত হয়েছে। অতি অল্প খরচে কোন অনিয়ম ছাড়াই গ্রহিতারা তাদের কাঙ্খিত পাসপোর্ট সেবা গ্রহণ করতে পারছেন। এ পর্যন্ত এখান থেকে মোট ৭৩ হাজার ৫শ’ ৩৬টি পাসপোর্ট প্রদান করা হয়েছে। ২০১৪ সালের ৮ জুলাই থেকে ৩১ জানুয়ারি ২০১৮ সাল পর্যন্ত এসব পাসপোর্ট প্রদান করা হয়েছে।

নওগাঁর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মোঃ গোলাম ইয়াছিন জানিয়েছেন, নওগাঁ জেলায় পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু হওয়ার পর ২০১৪ সালে ৮ হাজার ১শ’ ৭৬টি, ২০১৫ সালে ১৯ হাজার ১শ’ ৬৫টি, ২০১৬ সালে ২০ হাজার ২শ’ ৫৫টি, ২০১৭ সালে ২৩ হাজার ৬শ’ ৮৯টি পাসপোর্ট সেবাগ্রহিতাদের হাতে প্রদান করা হয়েছে। অপরদিকে ২০১৮ সালের জানুয়ারি মাসেই ২ হাজার ২শ’ ৫১টি পাসপোর্ট প্রদান করা হয়েছে।

পাসপোর্ট সেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহাকারী পরিচালক মোঃ গোলাম ইয়াছিন, পাসপোর্ট অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

(বিএম/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test