E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী উন্নয়ন মেলা

২০১৮ মার্চ ০৮ ১৬:২৬:১৯
মাগুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী উন্নয়ন মেলা

মাগুরা প্রতিনিধি : ‘সময় এখন নারীর: উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম শহরের কর্মজীবন ধারা’ এই প্রতিপাদ্যা নিয়ে মাগুরায় গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার মাগুরা কালেক্টরেট চত্বরে নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়। জাতীয় মহিলা সংস্থা, ব্র্যাক ও সূর্যের হাসি ক্লিনিকের সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ মেলার আয়োজন করে।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জহুরার সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খোন্দকার আজিম আহমেদ। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আজাদ জাহান, সিভিল সার্জন ডাক্তার মুন্সী মো. ছাদুল্লাহ, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগম প্রমুখ।

মেলায় বিভিন্ন নারী সংগঠনের ২০টি স্টলে তাদের তৈরি বিভিন্ন ধরনের হস্ত শিল্পের নানা সামগ্রী বিক্রয় ও প্রদর্শন করা হয়। অন্যদিকেজেলার শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা রাণী মল্লিকের সভা পতিত্বে নারী দিবসের মূল প্রতিপাদ্যের উপর আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মীনা খানম, সহকারী প্রগ্রামার বুলবুলি খানম প্রমুখ।

মেলায় আসা দুই নারী উদ্যোক্তা তাসলিমা খাতুন ও হাসি রানী বিশ্বাস জানান, এই ধরনের মেলা আরো বেশি হওয়া প্রয়োজন। মেলায় তাদের তৈরি নকসীকাঁথা থ্রীপিস, কুশন, পাপস,বালিশ কভারসহ বিভিন্ন ধরনের পন্য প্রর্দশন ও বিক্রি হচ্ছে। এর ফলে তারা লাভবান হচ্ছেন। আগমীতে এ ধরনের মেলা সময় সীমা বাড়ালে হস্ত শিল্পের চাহিদা বৃদ্ধি পাবে।

(ডিসি/এসপি/মার্চ ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test