E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘৭ই মার্চের ভাষণ বিশ্বের সকল নেতাদের মধ্যে শ্রেষ্ঠ’

২০১৮ মার্চ ১০ ১৮:৩৩:০৫
‘৭ই মার্চের ভাষণ বিশ্বের সকল নেতাদের মধ্যে শ্রেষ্ঠ’

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ পৃথিবীতে শুধু অন্যতম ভাষণই নয়, হাজার বছরের ইতিহাসে পৃথিবীর সকল নেতার দেওয়া ভাষণগুলোর মধ্যে শ্রেষ্ঠ ভাষণ। 

শনিবার বিকেলে ঈশ্বরদী বাঁশেরবাদা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন উপলক্ষ্যে দুই দিনব্যাপী আয়োজিত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী শরীফ আরো বলেন, আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জাতি গঠনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক থাকতে হবে। প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের পিছিয়ে পড়া শিক্ষা ব্যবস্থাকে আধুনিকভাবে গড়ে তোলা হচ্ছে।

এসময় মন্ত্রী সরকারের রূপকল্প বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সাত হাজার দর্শকের উপস্থিততে উদ্বোধনী অনুষ্ঠানে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করেন এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।

বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি বশির আহমেদ বকুল এর সভাপতিত্বে এসময় অন্যান্য অতিথিদের মধ্যে পাবনা-৫ আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম.কে. বাশার, পাবনার জেলা প্রশাসক জসিম উদ্দিন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল জহুরুল হক, পাবনা জেলা পরিষদের সদস্য ছাইফুল আলম বাবু মন্ডল, মুরাদ আলী, রফিকুল আলম, আবু সাঈদ সানু, আ. হালিম বাবু, কামাল মোস্তফা শরীফ প্রমুখ বক্তব্য রাখেন।

(এসকেকে/এসপি/মার্চ ১০, ২০১৮)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test