E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাংশায় মৎস্য চাষ উদ্বুদ্ধকরণে প্রামাণ্যচিত্র প্রদর্শন

২০১৪ জুলাই ০৮ ১২:০৬:২০
পাংশায় মৎস্য চাষ উদ্বুদ্ধকরণে প্রামাণ্যচিত্র প্রদর্শন

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৪’র গৃহীত কর্মসূচির ৬ষ্ঠ দিনে সোমবার ৭ জুলাই সন্ধ্যায় পাংশা শহরের মালেক প্লাজা চত্বরে আধুনিক প্রযুক্তি ব্যবহারে মৎস্য চাষ উদ্বুদ্ধকরণে প্রামাণ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সন্ধ্যা রাত সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত দেড় ঘন্টা ব্যাপী বিষয়ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মৎস্য অফিসার মেজবাহ উদ্দীন, সহকারী মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু, সম্প্রসারণ কর্মকর্তা দেবব্রত বিশ্বাস, মালেক প্লাজার স্বত্ত্বাধিকারী গোলাম ফারুক, মৎস্য দপ্তরের ক্ষেত্রসহকারী মো. আব্দুল মজিদ ও এনএটিপি কর্মসূটির ক্ষেত্রসহকারী এখলাছ উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। উপস্থিত কয়েকশ’ মানুষ আগ্রহভরে প্রামাণ্যচিত্র উপভোগ করেন।
(এমএইচএম/এএস/জুলাই ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test