E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপি-জামায়াত বাংলাদেশে বিশ্বাস করেনা : আইনমন্ত্রী

২০১৮ মে ০৬ ১৭:৪৫:৪৯
বিএনপি-জামায়াত বাংলাদেশে বিশ্বাস করেনা : আইনমন্ত্রী

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আমরা সবাই বঙ্গবন্ধুর সৈনিক। আমরা বাংলাদেশে বিশ্বাস করি। বিএনপি-জামায়াত বাংলাদেশে বিশ্বাস করেনা। তাই বাংলাদেশে তাদের কোন স্থান নেই। 

রবিবার দুপুরে পাবনার চাটমোহর রেলষ্টেশনে মূলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এক পথসভায় বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, জননেত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশ বিশ্বের রোল মডেল হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা জনগণের সেবক। জনগণকে সন্তুষ্ট করাই আমাদের কর্তব্য। বাংলার উন্নয়ন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। জনগণের সব দাবি শেখ হাসিনার সরকার পূরণ করে।

মূলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুলের সভাপতিত্বে উক্ত পথসভায় আরও বক্তব্য দেন, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলু এমপি, পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মকবুল হোসেন, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন সাখো প্রমুখ।

এর আগে মন্ত্রী দুপুরে পাবনার চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেসে ঢাকা থেকে ট্রেন যোগে চাটমোহর রেলস্টেশনে এসে পৌঁছালে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। পরে মন্ত্রী সড়ক পথে পাবনার উদ্দেশ্যে রওনা দেন।

পথসভায় আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক, চাটমোহর পৌর সভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, পাবনা জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাড. শাহ আলম, চাটমোহর পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আলীম, সাধারণ সম্পাদক রাজিব কুমার বিশ্বাস রাজুসহ জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

(এসএইচএম/এসপি/মে ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test