E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাগরপুরে মহান মে দিবস পালিত

২০১৯ মে ০১ ২২:৩৯:৪৬
নাগরপুরে মহান মে দিবস পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি’ এই প্রতিপাদ্য নিয়ে ও যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের নাগরপুরে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার (১লা মে) দিনভর উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

শ্রমিক সংগঠনগুলো পৃথক পৃথক ভাবে উপজেলা শহরে র‌্যালী বের করায় উপজেলা সদর মিছিলের নগরীতে পরিনত হয়। রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি নাগরপুর উপজেলা শাখা নাগরপুর সরকারী কলেজ চত্বরে আলোচনা সভার আয়োজন করে।

রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি নাগরপুর উপজেলার শাখার সভাপতি এস এম আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো.শাহ আলমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, টাঙ্গাইল জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারন সম্পাদক আমিনুর রহমান আমিন, রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি নাগরপুর উপজেলার শাখার কার্যকরী সভাপতি আব্দুস ছালাম প্রমূখ। অপর দিকে টাঙ্গাইল জেলা অটো রিক্সা অটোটেম্পু সিএনজি শ্রমিক ইউনিয়ন নাগরপুর উপজেলা শাখার আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালী টি সদর বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে সি এন জি শ্রমিক ইউনিয়ন অফিস কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

অটো রিক্সা অটোটেম্পু সিএনজি শ্রমিক ইউনিয়ন নাগরপুর উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি রফি আহাম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মিজানুর রহমান বিদ্যুৎ, রিয়াজ উদ্দিন, ছাইদুর রহমান সোহাগ, মো. আলমগীর হোসেন প্রমুখ।

এ সময় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রকৌশল শ্রমিক ইউনিয়ন, ভাড়ায় চালিত মোটর সাইকেল শ্রমিক ইউনিয়ন, কাঠ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন , নাগরপুর উপজেলা মোটর সাইকেল ওয়ার্কসপ মেকানিক শ্রমিকলীগসহ বিভিন্ন সংগঠন দিন ভর নানাবিধ কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করে।

(আরএসআর/এসপি/মে ০১, ২০১৯)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test