E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ-সমাবেশ

২০১৪ আগস্ট ০৮ ১৬:৫৩:১১
ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ-সমাবেশ

ময়মনসিংহ  প্রতিনিধি : ফিলিস্তিনের গাজা উপত্যকায় মাসব্যাপী ইসরাইলের নৃশংস হামলা ও গণহত্যা এবং ধ্বংসযজ্ঞের  প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (৮আগষ্ট) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গৌরীপুর বাসী। জুম্মার নামাজ শেষে উপজেলার আলেম-ওলেমাসহ বিভিন্ন মসজিদের ঈমাম ও মুসুল্লীদের অংশ গ্রহনে বিক্ষোভ মিছিলটি স্থানীয় শহীদ হারুন পার্ক চত্বর থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে শহীদ হারুন পার্ক সংলগ্ন বটতলায় অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গোলকপুর কওমী মাদ্রাসার মুহতামীম মোঃ শামছুল ইসলাম, কালীপুর জামে মসজিদের ঈমাম হাফেজ মোঃ আব্দুল হালিম, বড় মসজিদের ঈমাম হাফেজ মোঃ মোস্তকীম, ঈমাম মোঃ আবুবক্কর সিদ্দিক, মাওলানা মোঃ আবু মোসা, হাফেজ মোঃ তারিকুল ইসলাম, মোঃ তাজ উদ্দিন ভূট্টো, হাফেজ মোঃ আল আমিন, হাফেজ মোঃ তুষার রফ, হাফেজ মোঃ রাকিব হোসেন প্রমুখ। সমাবেশে উপজেলার বিভিন্ন আলেম-ওলেমা ও বিভিন্ন মসজিদের ঈমামগণসহ সর্বস্তরের মুসুল্লীগণ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তরা বলেন, টানা ২৯ দিন ধরে চলা ইসরায়েলি হামলার নৃশংসতার পর গাজা এখন পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। লাশের গন্ধে ভারী হয়ে আছে গাজা উপত্যকার বাতাস। চারপাশে ধ্বংসস্তুপ। ফিলিস্তিনিদের প্রিয় জন্মভূমি আজ যেন মৃত্যু উপত্যকা। এসময় বক্তরা গাজা উপত্যকায় ইসরায়েলি এ নৃশংস হামলা বন্ধে মুসলিম রাষ্টের সংগঠন ওআইসি‘র সক্রিয় ভূমিকাসহ বিশ্ববিবেক ‘জাতিসংঘ’র হস্তক্ষেপ কামনা করেন। এসময় মুসলীম উম্মার শান্তিসহ ইসরায়েলী হামলায় নিহত ফিলিস্তিনিদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

(এসইএম/এটিআর/আগস্ট ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test