E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পরকীয়ার জেরে পুলিশ খুন : স্ত্রীসহ আটক ১

২০১৪ আগস্ট ১৩ ১০:৫৪:৪৪
পরকীয়ার জেরে পুলিশ খুন : স্ত্রীসহ আটক ১

ময়মনসিংহ প্রতিনিধি :  ময়মনসিংহ শহরের কাচিঝুলি এলাকায় নিজ বাসায় নির্মমভাবে খুন হয়েছেন পুলিশ কনস্টেবল সাইফুল। মঙ্গলবার সন্ধ্যায় তার লাশ বস্তাবন্দি করে প্রাইভেটকারযোগে পালানোর সময় নিহতের স্ত্রীসহ অপর এক পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে।

নিহত পুলিশ কনস্টেবল সাইফুলের বাড়ি শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলায়। তিনি ডিএমপির প্রটেকেশন শাখায় কর্মরত ছিলেন। আর আটক পুলিশ কনস্টেবল আলাউদ্দিনের বাড়ি ঝালকাঠি জেলায়। তিনি নারায়ণগঞ্জের হাজীগঞ্জ পুলিশ ফাড়িতে কর্মরত ছিলেন। নিহত পুলিশ কনস্টেবলের স্ত্রী তাসলিমার বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত আটটার দিকে শহরের মুসলিম বালিকা বিদ্যালয় ও কলেজের সামনে রাজেন্দ্রপুর যাওয়ার উদ্দেশে ভাড়া প্রাইভেটকারের পিছনে একটি বস্তা উঠায় উক্ত তাসলিমা ও আলাউদ্দিন। বস্তাটি গাড়িতে তোলার পর দুর্গন্ধ বের হলে চালকের সন্দেহ হয়। পরে চালক গন্তব্যের উদ্দেশে না গিয়ে টাউন হল মোড়ে মাইক্রোস্ট্যান্ডে গিয়ে সমিতির লোকজনকে জানালে স্থানীয়রা দুইজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গাড়িসহ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ গাড়িতে থাকা নিহত পুলিশ কনস্টেবল সাইফুলের স্ত্রী ও অপর পুলিশ কনস্টেবল আলাউদ্দিনকে আটক করে।

প্রাইভেটকারের চালক আরিফ জানান, মঙ্গলবার দুপরে আটককৃত দুইজন এসে রাজেন্দ্রপুর যাওয়ার কথা বলে তার গাড়ি ভাড়া করেন। রাত আটটার দিকে শহরের মুসলিম বালিকা বিদ্যালয় ও কলেজের সামনে প্রাইভেটকারের পেছনে একটি বস্তা উঠান তারা। বস্তাটি গাড়িতে তোলার পর দুর্গন্ধ বের হলে তার সন্দেহ হয়। পরে তিনি গন্তব্যের উদ্দেশে না গিয়ে টাউন হল মোড়ে মাইক্রোস্ট্যান্ডে গিয়ে সমিতির লোকজনকে বিষয়টি জানান।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো. ফজলুল করিম জানান, সাইফুলকে তার স্ত্রী তাসলিমা এবং তার সাবেক স্বামী আলাউদ্দিন গত সোমবার রাতে হত্যা করেন। লাশ গুম করার উদ্দেশে নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

(ওএস/এইচআর/আগস্ট ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test