E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজারহাটে নিয়েছেন ৩৩৩ জন

গ্রামাঞ্চলে টিকা নিতে আগ্রহ বাড়ছে

২০২১ ফেব্রুয়ারি ১১ ১৭:১৫:৫২
গ্রামাঞ্চলে টিকা নিতে আগ্রহ বাড়ছে

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে গত ৫দিনে কোভিড ১৯ টিকা নিয়েছেন প্রায় ৩শ ৩৩ জন নিবন্ধনধারী। এ সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ৭ ফেব্রুয়ারি টিকা দেয়া শুরুর পর পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ে অনেকে কোভিড ১৯ এর নিবন্ধন করতে বিলম্ব করছিল। কিন্তু অদ্যাবধি কোভিড ১৯ এর টিকা নেয়ার পর কোন পার্শ্ব প্রক্রিয়া দেখা না দেয়ায় জন সাধারণের মাঝে ভয় কেটে গিয়ে নিবন্ধনে ব্যাপক সাড়া পড়েছে। 

প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকেও মানুষ জন কোভিড ১৯ এর নিবন্ধন করে টিকা নিতে আসছে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে। গত ৫ দিনে ২৩৯ জন পুরুষ নিবন্ধনধারী ও ৯৪ জন মহিলা নিবন্ধনধারী রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সের পৃথক ২টি বুথে টিকা গ্রহন করছেন। কোভিড ১৯ টিকা গ্রহনকারী রাজারহাট আদর্শ বিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান আঁশু, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম রানার সাথে কথা হলে কোন সমস্যা হয়নি বলে জানান।

এ ব্যাপারে ১১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান জুয়েল বলেন, আজ দুপুর পর্যন্ত কোভিড১৯ ৩৩৩জন টিকা গ্রহন করেছেন।

এ নিবন্ধনধারীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। কোভিড১৯ টিকা বিনামূল্যে দেয়া হচ্ছে। টিকা নিতে জাতীয় করোনা সুরক্ষার ওয়েবসাইটে নিবন্ধন করতে হয়।

(পিএস/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২১)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test