E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অষ্টম শ্রেণীর ছাত্রের বিরুদ্ধে পৌরসভায় আক্রমণের অভিযোগ কাদের মির্জার!

২০২১ মার্চ ১৫ ১৪:৩২:৫৩
অষ্টম শ্রেণীর ছাত্রের বিরুদ্ধে পৌরসভায় আক্রমণের অভিযোগ কাদের মির্জার!

নোয়াখালী প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই মেয়র আবদুল কাদের মির্জা অষ্টম শ্রেণীর ছাত্র আকছিরুল আজম চৌধুরী অর্ক (১২) এর বিরুদ্ধে বসুরহাট পৌরসভায় হামলার অভিযোগ করেছেন।

অর্ক কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আলম পাশা চৌধুরী রুমেলের ছেলে এবং সে বসুরহাট এ এইচ সি সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।

রবিবার (১৪ মার্চ) বিকেল ৫টার দিকে কাদের মির্জা নিজের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি, গত (৯ মার্চ) রাতে পৌরসভায় হামলার সাথে জড়িদের নাম উল্লেখ করেন। ওই সময় তিনি ভাইস চেয়ারম্যান রুমেলের ছেলেও পৌরসভায় আক্রমণ করে বলে মন্তব্য করেন।

অপরদিকে, কাদের মির্জার অভিযোগের ৩ঘন্টা পর অর্কের পিতা উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আলম পাশা চৌধুরী রুমেল ফেইসবুক লাইভে এসে মির্জা কাদেরের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, রবিবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৪টায় ফেইসববুক লাইভে এসে আরো বলেন, কোম্পানীগঞ্জে অস্থিতিশীলতার জন্য দায়ী ওবায়দুল কাদের সাহেবের সহধর্মিনী। ওবায়দুল কাদেরসাহেবের ওপর প্রভাব খাটিয়ে এই কাজ গুলো করছে। ফেনীর অপরাজনীতির হোতা নিজাম হাজারী আর নোয়াখালীর অপরাজনীতির হোতা একরাম চৌধুরী এবং তাদের সাথে যারা সহযোগিতা করতেছে। ঢাকাতে মন্ত্রীর কথা বলে আজকে প্রশাসনকে প্রভাবিত করতেছে। মন্ত্রীর সেখানে থাকে, যে একরাম থেকে মাসোহারা পায় এবং বিআরটি সহ বিভিন্ন জায়গায় লুটপাট করে খাচ্ছে সেই জাহাঙ্গীর । আজকে মন্ত্রীর কথা বলে প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে। আর জুয়েল সন্ত্রাসীদেরকে মন্ত্রীর কথা বলে, আমাকে হত্যা করতে সন্ত্রাসীদের উৎসাহিত করছে।

(এস/এসপি/মার্চ ১৫, ২০২১)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test