E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাদের মির্জাকে আইনের আওতায় আনার দাবি উপজেলা আ. লীগের

২০২১ মার্চ ১৭ ১৮:১৯:৫১
কাদের মির্জাকে আইনের আওতায় আনার দাবি উপজেলা আ. লীগের

ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার নির্লজ্জ মিথ্যাচর ও সকল অনিয়মের দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগ।

মঙ্গলবার (১৬ মার্চ) রাতে কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁন ও সাধারণ সম্পাদক নু রনবী চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা কর্তৃক বাংলাদেশ আ.লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকারের অর্জনকে পরিকল্পিতভাবে প্রশ্নবিদ্ধ করা ও বাংলাদেশ আ.লীগের সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি ও মাননীয় মন্ত্রী মহোদয় স্ত্রী ইসরাতুন্নেসা কাদেরসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা ও নির্লজ্জ অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

একই সাথে, আব্দুল কাদের মির্জার খুনের রাজনীতি, টেন্ডারবাজি,চাঁদাবাজি,অবৈধ সম্পদ অর্জন,চাকরি বাণিজ্য, নমিনেশন বাণিজ্য সহ সকল অপকর্ম এনএসআই, ডিজিএফ আই, দুদক সহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করে দ্রুতম সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁনের ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার সত্যতা নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের সকল কর্মসূচি জেলা প্রশাসন অনুরোধে স্থগিত করা হইল।

(এস/এসপি/মার্চ ১৭, ২০২১)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test