E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কটিয়াদীতে বিশ্ব পরিবেশ দিবসে নীড় পেল পাখিরা

২০২১ জুন ০৫ ২৩:১১:৪৩
কটিয়াদীতে বিশ্ব পরিবেশ দিবসে নীড় পেল পাখিরা

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : গাছে গাছে ঝুলানো হচ্ছে মাটির কলস। পাশাপাশি রোপন করা হচ্ছে ফলজ ও বনজ গাছের চারা। একদিকে পাখিদের নীড় অন্যদিকে বৃক্ষরোপণের মাধ্যমে তারা তৈরি করছে পাখিদের অভয়ারণ্য। কিশোরগঞ্জের কটিয়াদীতে এ অভয়ারণ্য গড়ার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন ‘রক্তদান সমিতি’।

শনিবার সকালে বিশ্ব পরিবেশ দিবসে কটিয়াদী সরকারি কলেজ ক্যাম্পাসে এই কার্যক্রমের শুভ সূচনা করেন কিশোরগঞ্জ-২ ( কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।

কথায় বলে, ‘লোকে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝেনা।’ আমরা মানুষও নির্বিচারে গাছ কেঁটে বসতি বানিয়েছি, বানিজ্যিক প্রয়োজনে জঙ্গল সাফ করে বিনষ্ট করেছি পাখিদের আবাসস্থল। এভাবে পরিবেশ ধ্বংস করে মনুষ্যত্বের পতাকা উড়িয়েছি। তাই বৃক্ষরোপণ ও পাখির নীড় তৈরি করে প্রকৃতিতে পাখিদের অবাধ বিচরণ ঘটিয়ে পরিবেশ সংরক্ষনে উদ্যোগী হয়েছে সংগঠনটি। তাদের এ উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

সংগঠনের পক্ষে সমন্বয়ক বদরুল আলম নাঈম বলেন, সংগঠনের সদস্যরা স্বেচ্ছাশ্রমে ভিত্তিতে এ প্রকল্প হাতে নিয়েছেন। পাখিরা যাতে নিরাপদে বসবাস করতে পারে এবং বংশ বিস্তার করতে পারে সেজন্যই এ পদক্ষেপ নেওয়া। পাশাপাশি পরিবেশ রক্ষা করতে মাসব্যাপী বৃক্ষরোপন করা হবে ও বৃক্ষরোপণে সামাজিক সচেতনামূলক লিফলেট বিতরণ করা হবে।

তিনি আরোও বলেন, কর্মসূচির আওতায় পাখির নীড়ের জন্য তিনশত কলস গাছে গাছে বেধেঁ দেওয়া হবে এবং ৫ হাজার গাছের চারা বিনামূল্যে বিতরণ ও রোপন করা হবে।

এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ বলেন, ‘রক্তদান সমিতি’ পাখির নীড় তৈরি ও পরিবেশ সংরক্ষণে যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। এ উদ্যোগে তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল, পৌর মেয়র শওকত উসমান, কটিয়াদী মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) এস এম শাহাদাত হোসেন, আওয়ামী লীগ নেতা ছিদ্দিকুর রহমান ভূঞা, কটিয়াদী পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, কটিয়াদী কলেজের সাবেক ভিপি দুলাল বর্মণসহ সংগঠনের সদস্যরা।

(ডিডি/এসপি/জুন ০৫, ২০২১)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test