E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালীতে করোনায় আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ১৩৪ 

২০২১ জুলাই ০৬ ১৮:২৯:৪৮
নোয়াখালীতে করোনায় আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ১৩৪ 

ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীতে গত ২৪ঘন্টায় জেলায় নতুন করে আরও ১৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ৪৩৮ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩০ দশমিক ৫৯ শতাংশ।

এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এগারো হাজার ৮৩৬ জন। মোট আক্রান্তের হার ১১ দশমিক ৭৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় দুই জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ২৭জন, সুবর্ণচরে ৪জন, বেগমগঞ্জ ৫০জন, সোনাইমুড়ীতে ৮জন, চাটখিল ১৪জন, সেনবাগে ২০জন, কোম্পানীগঞ্জ ৪জন, কবিরহাটে রয়েছে ২০জন। মৃত্যুর হার ১দশমিক ২৪ শতাংশ। এর মধ্যে সদর উপজেলায় মারা যায়

মঙ্গলবার (৬ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে। এর আগে সোমবার রাত ১২টায় জেলা সিভিল সার্জনের কার্যালয় এই সব তথ্য তাদের ফেইসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে।

ডা.মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩৫ জন, সুবর্ণচরে ৬ জন, বেগমগঞ্জ ১৯জন, সোনাইমুড়ীতে ১২ জন, চাটখিল ১০ জন, সেনবাগ ৯জন, কোম্পানীগঞ্জ ২৮ জন, কবিরহাটে ১৫ জন রয়েছেন।

তিনি আরও জানান, এছাড়া সুস্থ হয়েছেন ৭ হাজার ৫৭০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩ দশমিক ৯৬ শতাংশ।
এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা চার হাজার ১১৯ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৫১ জন ও আইসোলেশনে রয়েছেন ১৯ জন।

(এস/এসপি/জুলাই ০৬, ২০২১)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test