E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিনি অক্সিজেন প্ল্যান্ট স্থাপন

২০২১ জুলাই ৩১ ১৯:৩৪:০১
সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিনি অক্সিজেন প্ল্যান্ট স্থাপন

শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণের জন্য  নিজস্ব অর্থায়নে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করেছেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত। 

শনিবার সকালে সাবেক সাংসদ কায়সার হাসনাত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামকে সাথে নিয়ে ২০টি বেডে অক্সিজেন সেবা প্রদানে সক্ষম এই মিনি অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন করেন।

তিনি জানান,প্রাথমিকভাবে নিজস্ব অর্থায়নে মিনি সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টটিতে ৬টি সিলিন্ডার দিয়ে পুরুষ ওয়ার্ডে ১০টি বেডে অক্সিজেন সেবা প্রদানের কাজ শুরু করেছি। পরবর্তীতে আরো ৪টি সিলিন্ডার দিয়ে মহিলা ওয়ার্ডের ১০টি বেডে অক্সিজেন সেবা দেয়া হবে।

এ সময় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম,উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ্ আল কায়সার হাসনাত মহামারী করোনা ভাইরাসের ফলে জাতির এই দূর্যোগ মুর্হুতে অসহায় মানুষকে খাবার ও চিকিৎসা সেবা দিয়ে পাশে দাঁড়াতে সোনারগাঁওয়ের বিত্তশালীদের প্রতি আহ্বান জানান।

তিনি জানান, করোনা শুরুর পর থেকে আওয়ামী লীগের সভা নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উপজেলার দ্ররিদ্র জনগোষ্টীর মাঝে খাদ্য সামগ্রী ও চিকিৎসা সরাঞ্জামাদি সরবরাহ শুরু করেছি। এখনও করছি,ভবিষ্যতেও করে যাবো।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাথে আলোচনা করে সেই কার্যক্রম শুরু করি যা আজ বাস্তবে রূপ দিতে পারলাম। সেজন্য আমি ও আমার নেতাকর্মীরা আনন্দিত। এ ভেবে আনন্দিত যে জাতির দূর্যোগ মুর্হুতে সোনারগাঁওবাসীর জন্য কিছু একটা করতে পারলাম। আমরা বর্তমানে ২০ শয্যা হাসপাতালে ২০ টি বেড দিয়ে শুরু করালাম। নতুন ৫০ শয্যা হাসপাতালের কাজ শেষ হলে সেটাকেও সেন্ট্রাল অক্সিজিনের আওতায় নিয়ে আসবো।

(এবি/এসপি/জুলাই ৩১, ২০২১)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test