E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালীতে করোনায় তিনজনের মৃত্যু, শনাক্তের হার ২৯ শতাংশ

২০২১ আগস্ট ০৬ ১৫:২০:১৪
নোয়াখালীতে করোনায় তিনজনের মৃত্যু, শনাক্তের হার ২৯ শতাংশ

ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীতে গত কয়েক দিনে করোনা আক্রান্তের হার বেড়েছে। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ২৯ দশমিক ৩২শতাংশ। এদিন ৫৯০জনের নমুনা পরীক্ষা করে ১৭৩জনের শরীরে করোনা শনাক্ত হয়। 

শুক্রবার (৬ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে। এর আগে বৃহস্পতিবার রাতের দিকে জেলা সিভিল সার্জনের কার্যালয় এই সব তথ্য তাদের ফেইসবুক অ্যাকাউন্টের প্রকাশ করে।

তিনি আরও জানান, এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ষোল হাজার ৯৭৭ জন। মোট আক্রান্তের হার ১৪ দশমিক ৫০ শতাংশ। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৯ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ৩৬ জন, সুবর্ণচরে ৬ জন, হাতিয়া ২ জন, বেগমগঞ্জ ৬৩ জন, সোনাইমুড়ীতে ১৬ জন, চাটখিল ২৪জন, সেনবাগে ২৫ জন, কোম্পানীগঞ্জ ৪জন, কবিরহাটে রয়েছে ২৩জন। মৃত্যুর হার ১দশমিক ১৭শতাংশ।

সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬২ জন, সুবর্ণচরে ৮জন, হাতিয়া ৩ জন, বেগমগঞ্জ ৩১জন,সোনাইমুড়ীতে ৩জন,চাটখিল ২জন, সেনবাগ ৩জন, কোম্পানীগঞ্জ ৪৭জন, কবিরহাটে ১৪ জন রয়েছেন। আরও জানা যায়, এছাড়া সুস্থ হয়েছেন এগার হাজার ১৬০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৫ দশমিক ৭৩শতাংশ।

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা পাঁচ হাজার ৬১৮ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৮৭ জন।

(এস/এসপি/আগস্ট ০৬, ২০২১)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test