E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অবশেষে গ্রেপ্তার হলেন সেই চাঁদাবাজ টেন্ডারবাজ ভূমিদস্যু সিদ্দিকুর 

২০২১ ডিসেম্বর ১০ ১৬:৫০:৪৯
অবশেষে গ্রেপ্তার হলেন সেই চাঁদাবাজ টেন্ডারবাজ ভূমিদস্যু সিদ্দিকুর 

দিলীপ চন্দ, ফরিদপুর : বহুল আলোচিত হেলমেট ও হাতুড়ি বাহিনীর প্রতিষ্ঠাতা চাঁদাবাজি টেন্ডারবাজি সকল ধরনের অপকর্মের হোতা বাবর ও ফুয়াদের দোসর  একাধিক মামলার আসামি সিদ্দিকুর রহমানকে অবশেষে গ্রেপ্তার করেছেন ফরিদপুর জেলা পুলিশ। 

আজ শুক্রবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল, তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর আব্দুল গফফার প্রমূখ।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয় কোতোয়ালি থানার মামলা নম্বর ৭ তারিখ ৬ জুলাই ২০২০, জিয়ার ৩৭১/১০ ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩৮৫/১০৯/১১৪ পেনাল কোডের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি কুখ্যাত সন্ত্রাসী চাঁদাবাজ বরকত রুবেল অন্যতম সহযোগী সিদ্দিকুর রহমান (৪০) পিতা-মৃত আলাউদ্দিন শেখ , গুহ লক্ষীপুর থানা কোতোয়ালি জেলা ফরিদপুর কে ১০ ডিসেম্বর রাত ১:১৫ মিনিটে ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নামে ১ কোতোয়ালি থানার এফআইআর নম্বর ৩৯ তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০০৫, জি আর ৮১/২০০৫ ধারা ৪(১) আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) ২০০২ সংশোধনী ২০০৯,২/ কোতোয়ালি থানার মামলা নং ৪৪ তারিখ ২৩ শে জুন জিয়ার ৩৪৮/২০২০/ধারা ৩৮৫/৩৮৬ পেনাল কোড ৩/ কোতোয়ালি থানার মামলা নং ১৯ তারিক ১৩ ই জুলাই ধারা ১৪৩/৪৪৭/৩৮৫/৫০৬(২) পেনাল কোড জি আর ৩৮৩/২০২০ বিজ্ঞ আদালতে বিচারাধীন। এবং কোতোয়ালি থানার মামলা নং ৩১, তারিখ ১০ ডিসেম্বর ২০২১ ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩৮৫/১১৪/৫০৬ কোড।জিআর ১০২৮/২০২১ তদন্তাধীন আছে।

আসামি সিদ্দিকুর রহমান সিদ্দিক দীর্ঘদিন যাবৎ ফরিদপুরের বিভিন্ন অপরাধী সন্ত্রাসী বাহিনী গঠন করে টেন্ডারবাজি চাঁদাবাজি পাসপোর্ট অফিস বিআরটিএ অফিস বিভিন্ন হাট-বাজার বালুমহল নিয়ন্ত্রণ, বাস স্ট্যান্ড ও সিএমবি ঘাট সহ বিভিন্ন সরকারি অফিসে ত্রাস জোরপূর্বক টেন্ডার ছিনতাই ও অসহায় মানুষের ভূমি দখল করে অঢেল টাকার অবৈধ সম্পদ অর্জন করেছে।

আসামিকে বিজ্ঞ আদালতে আবেদনের প্রক্রিয়া গ্রহণসহ তদন্ত অব্যাহত আছে পরবর্তীতে আরও তথ্য পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে ভূমিদস্যু সিদ্দিকুর রহমানের অত্যাচার ও নির্যাতনের শিকার নান্নু খা খা বলেন আমরা সিদ্দিক শেখ এর প্রকৃত বিচার চাই এবং আমাদের দখলকৃত সম্পত্তি ফেরত চাই। সিদ্দিকের অত্যাচারের শিকার রাশেদা বেগম বলেন আমরা সিদ্দিক এর উপযুক্ত বিচার চাই, সিদ্দিকের অত্যাচারের শিকার আলমগীর ফকিরসহ অন্যান্যরা সিদ্দিকের এই অত্যাচারের উপযুক্ত শাস্তি কামনা করেন। সিদ্দিকে গ্রেপ্তারে অত্যাচারে ভুক্তভোগীরা একটি আনন্দ মিছিল প্রেসক্লাবের প্রেসক্লাবের সামনে থেকে বের করেন। তার গ্রেপ্তারে ফরিদপুরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ফরিদপুর বাসী।

(ডিসি/এসপি/ডিসেম্বর ১০, ২০২১)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test