E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৯ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কারের সুপারিশ বোয়ালমারী উপজেলা আ. লীগের

২০২১ ডিসেম্বর ১০ ১৬:৫৩:৫০
৯ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কারের সুপারিশ বোয়ালমারী উপজেলা আ. লীগের

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : আসন্ন চতুর্থ দাফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ছয়টি ইউনিয়নের ৯ চেয়ারম্যান প্রার্থীকে দলীয় পদ থেকে অব্যহতি ও চূড়ান্ত বহিষ্কার এর জন্য কেন্দ্রের নিকট সুপারিশ করেছে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগ ।

শুক্রবার বেলা সাড়ে ১১টায়, বোয়ালমারী থানা রোডস্থ উপজেলা আওয়ামীলীগ কার্যলয়ে- এক সংবাদ সম্মলনে এ সিদ্ধান্ত জানায় দলটি। এসময় উপজেলা আ’লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল স্বাক্ষরিত অব্যহতি ও চূড়ান্ত বহিষ্কারের সুপারিশকৃত ৯ বিদ্রোহী প্রার্থীর নামের তালিকা গণমাধ্যম কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। উপজেলা আওয়ামীলীগের এ সিদ্ধান্তের লিখিত আদেশটি পাঠ করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল।

আসন্ন ২৬ ডিসেম্বর অনুষ্ঠাতব্য ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে ও কেন্দ্রীয় নিদের্শনা বাস্তবায়নের লক্ষে ঐ ৯ নেতাকে অব্যহতি ও তাদের বহিষ্কার করার জন্য কেন্দ্রের নিকট সুপারিশ করা হয়েছে।

বোয়ালমারী উপজেলার অব্যহতি প্রাপ্ত ও কেন্দ্রে চূড়ান্ত বহিষ্কারের সুপারিশকৃত আওয়ামী লীগ নেতারা হলেন শেখর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়ার সহ-সভাপতি আবুল কালাম আজাদ, গুণবহা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মু. আমিনুল ইসলাম, পরমেশ্বর্দী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আ'লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক আ. মান্নান মাতুব্বর, রূপাপাত ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. হেমায়েত হোসেন মোল্যা। ময়না ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মো. সেলিম ও স্বতন্ত্র প্রার্থী, উপজেলা আ’লীগের সদস্য মো. কামরুজ্জামান ।

দাদপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী, ইউনিয়ন আ'লীগের দপ্তর সম্পাদক মোশারফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আ’লীগের সদস্য শামীম মোল্যা ও স্বতন্ত্র প্রার্থী এবং ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মো. হারুন-আর-রশিদ।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া এক প্রশ্নের উত্তরে জানান, পদ-পদবিহীন যে সমস্ত আওয়ামীলীগ সমর্থক ও সহযোগী সংগঠনের নেতাকর্মী দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন ভবিষ্যতে তাদের আওয়ামীলীগে কোন স্থান হবে না।

(কেএফ/এসপি/ডিসেম্বর ১০, ২০২১)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test