E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অপহৃত শিশুকে উদ্ধার করলো জেলা পিবিআই, আটক ৩

২০২১ ডিসেম্বর ২০ ১৮:২৬:৩৪
অপহৃত শিশুকে উদ্ধার করলো জেলা পিবিআই, আটক ৩

মোঃ শান্ত (নারায়ণগঞ্জ সদর) : চারজন বিচক্ষণ পুলিশ অফিসারের সম্মিলিত চেষ্টায় ফতুল্লার শান্তিধারা এলাকা থেকে আট বছরের অপহৃত শিশু মোঃ রিফাত হোসেনকে টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুর থেকে একটি বদ্ধ ঘর হতে উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত ৪ জন আসামির ৩ জনকে আটক করেছে নারায়ণগঞ্জ জেলা পিবিআই।

আটককৃতরা হলেন- আরিয়ান হাবিব, মোঃ শরীফ ও মোঃ ইব্রাহীম।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে ফতুল্লার শান্তিধারা এলাকা থেকে ৮ বছরের শিশু মোঃ রিফাত হোসেন নিখোঁজ হয়। এই বিষয়ে রিফাতের বাবা মোঃ শফিক ভূইয়া ফতুল্লা থানায় একটি নিখোঁজ জিডি করেন। যাহার জিডি নং- ৬৭৬।

এরপর জেলা পিবিআই এর নিকট মামলাটি গেলে পিবিআই এর বিচক্ষণ এসআই মোঃ তৌহিদুল ইসলাম ও তার সাথে এসআই টিপু সুলতান, এসআই মোশাররফ হোসেন এবং মোঃ হিরা ইসলামসহ তথ্য প্রযুক্তির সাহায্যে অপরাধীদের বেঁধে দেওয়া সময়সীমার আগেই গত ১৫ ডিসেম্বর রিফাতকে উদ্ধার করে ও ৪ আসামির মধ্যে ৩ আসামিকে আটক করে। ঘটনার সাথে জড়িত অপর আসামী মোঃ রাজীব হোসেন পালিয়ে যায়।

আসামীদের বিরুদ্ধে ফতুল্লা থানায় নিয়মিত মামলা করা হয়েছে এবং মামলাটি পিবিআই কর্তৃক এসআই মোঃ তৌহিদুল ইসলামের নিকট তদন্তাধীন রয়েছে।

ঘটনার বিবরণে প্রকাশ পায় যে, গত ১২ ডিসেম্বর দুপুরে রিফাতের কথিত মামা পলাতক আসামী মোঃ রাজীব হোসেন ও আরিয়ান হাবিব ফতুল্লার শান্তিধারায় অবস্থিত ভিকটিমের তামিল কোরআন মাদ্রাসার সামনে এসে রিফাতকে বলে, তার বাবা মা আমার (রাজীবের) বাসায় গেছে। আমি (রাজিব) তোকে নিতে এসেছি। তোকে যেতে বলেছে। এই কথা বলে তারা রিফাতকে নিয়ে সাইনবোর্ড থেকে একটি বাসে উঠে সায়েদাবাদ যায়। সেখানে তারা শিশু রিফাতকে কেক ও কলা খাওয়ায়। এসময় আসামী মোঃ রাজীব, আসামী আরিয়ান হাবিব শিশু রিফাতের বাবাকে ফোন দিয়ে ২,৫০,০০০/- টাকা দাবি করে। পরে তারা শিশুটিকে নিয়ে টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুরে নিয়ে একটি বদ্ধ করে আটকিয়ে রাখে।

উদ্ধার অভিযান পরিচালনাকালে ঘটনার সময় ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়েছে। ও পলাতক আসামী রাজীবকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

(এমএস/এএস/ডিসেম্বর ২০, ২০২১)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test