E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোয়ালন্দে যৌনপল্লীর বাসিন্দাদের মধ্যে করোনা টিকা প্রদান

২০২২ জানুয়ারি ২৭ ১৭:৪৭:৫৬
গোয়ালন্দে যৌনপল্লীর বাসিন্দাদের মধ্যে করোনা টিকা প্রদান

এম এ হীরা, গোয়ালন্দ : রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অবস্থিত এশিয়ার দ্বিতীয় ও দেশের সর্ববৃহত্তর যৌনপল্লীর বাসিন্দাদের মাঝে করোনা প্রতিরোধ সুরক্ষায় করোনা টিকা প্রদান করা হয়েছে।
২৭ জানুয়ারি বৃহস্পতিবার সারা দিনব্যাপি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক ব্যবস্থাপনায় দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র ও পায়াকট বাংলাদেশের সহযোগিতায় ৫০ জনকে প্রথম ডোজ ও ১৫০ জনকে দ্বিতীয় ডোজ করোনা ভ্যাক্সিন টিকা প্রদান করা হয়।

এসময় যৌনপল্লীর বাসিন্দাদের টিকা কেন্দ্রে উপস্থিতি ছিলো চোখে দেখার মতো। সকলকে উৎসুকভাবে টিকা কেন্দ্রে উপস্থিত হয়ে টিকা গ্রহণ করতে দেখা যায়। এসময় টিকা কার্যক্রম পরিচালনায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী হাফেজা বেগমের উপস্থিতিতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্যারামেডিক শিহাব উদ্দিন, হারুন-অর-রশীদ, মো. সাব্বির টিকা প্রদানে সহযোগিতা করেন।

এসময় টিকা কার্যক্রম সম্পর্কে টিকা ক্যাম্পের সুপারভাইজার দৌলতদিয়া কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মী জাহিদুল ইসলাম সাহিন বলেন, দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দারা করোনা ভাইরাস ও ওমিক্রন সংক্রমনের ঝুঁকিতে রয়েছে। যৌনপল্লীর বাসিন্দারা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা নিতে আগ্রহী নয় এজন্য তাদেরকে টিকার আওতায় নিয়ে আসার জন্য যৌনপল্লীর পাশে অবস্থিত দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র এবং পায়াকট বাংলাদেশ কেন্দ্রে টিকা দেয়ার ব্যবস্থা করা হয়েছে। আজ ১ম ডোজ ৫০ জন ও ২য় ডোজ ১৫০কে টিকা প্রদান করে টিকার আওতায় আনতে পেরেছি। পর্যায়ক্রমে সকলকেই টিকার আওতায় আনতে পারবো বলে আশা করি।

(এমএএইচ/এএস/জানুয়ারি ২৭, ২০২২)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test