E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শৈলকূপায় নৌকার বিপক্ষে প্রচরণায় হিন্দু সম্প্রদায়কে হুমকি!

২০২২ জানুয়ারি ২৯ ১৭:৩৬:৪১
শৈলকূপায় নৌকার বিপক্ষে প্রচরণায় হিন্দু সম্প্রদায়কে হুমকি!

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকূপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায় অধ্যুষিত ছয়টি গ্রামের বাসিন্দারা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

নৌকা প্রার্থীর কর্মীসমর্থকদের হুমকি-ধামকিতে অসহায় হয়ে পড়েছেন স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের সমর্থিত পরিবারগুলো। অপরাধ একটাই, নির্বাচনে নিজেদের পছন্দের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করা। হিন্দু পরিবারগুলোর পাশাপাশি ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন বিশ্বাসও প্রতিপক্ষদের নানা ধরনের হুমকিতে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশের জন্য শেষমেষ প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায়ই রাতের বেলায় দেশীয় অস্ত্রসহ খালফলিয়া গ্রামের বৃন্দাবন মণ্ডল ও প্রদীপ মণ্ডলের বাড়িতে আক্রমন করে, সবাইকেই গালিগালাজ করে এবং জীবণনাশের হুমকি দেয়। তারা প্রকাশ্যে হুমকিদেয় যে, নৌকা প্রতিকে ভোট না দিলে তোদের গ্রামছাড়া করা হবে। তোদের ঘরবাড়ি জ্বালিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করা হবে।

মনোহরপুর গ্রামের কানুগোপাল ও কাজল বাড়ৈ অভিযোগ করে বলেন, আমরা আওয়ামী লীগ করি। আমরাও বঙ্গবন্ধু ও শেখ হাসিনার লোক। আজ আমাদের বাড়িতে সন্ত্রাসীরা রাম দা, লাঠি, ছুরি নিয়ে এসে আমাদের হত্যার হুমকি দিচ্ছে। আমাদের অপরাধ, আমরা আমাদের পছন্দের প্রার্থীকে সমর্থন করেছি।

ভবানীপুর গ্রামের শিবপ্রসাদ রায় ও মুনিকুমার মণ্ডল বলেন, নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন প্রকাশ্যে দেশীয় অস্ত্রসহ বাড়িতে এসে হত্যাসহ নানা হুমকি দিচ্ছে। আমরা বঙ্গবন্ধুর লোক, আজ বঙ্গবন্ধুর কন্যা হিন্দুদের নিরাপত্তা দেবেন অথচ আজ আমরা নৌকা মার্কার লোকজনের হুমকিতে গ্রামে বসবাস করতে পারছি না। জীবন আজ মৃত্যুর মুখোমুখি।

এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মফিজ উদ্দীন বিশ্বাস জানান, আমার কর্মী সমর্থকরা এমন কিছুই করেনি।একটা স্বার্থানেষী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

এ বিষয়ে জানতে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামকে একাধিক বার তার ব্যবহৃত মোবাইলে কল করলেও তিনি রিসিভ করেননি।

নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জুয়েল আহমেদ জানান, নির্বাচনকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের হুমকি-ধামকি প্রদান করার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি নিয়ে ঘটনার সত্যতা যাচাই করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

(একে/এএস/জানুয়ারি ২৯, ২০২২)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test