E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাধা উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় স্বতন্ত্র প্রার্থী ফারুক

২০২২ ফেব্রুয়ারি ০১ ১৮:০৭:১৭
বাধা উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় স্বতন্ত্র প্রার্থী ফারুক

ঝিনাইদহ প্রতিনিধি : প্রতিপক্ষ প্রার্থীর প্রবল বাধা ও তীব্র শীতকে উপেক্ষা করে নির্বাচনী প্রচারণার মাঠে নিত্যানন্দপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের মো.ফারুক হোসেন বিশ্বাস। 

মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) সকাল থেকে ইউনিয়নের শেখরা, গোপালপুর, আশুরহাট, মনোহরপুর, পীড়াগাতি, বরইচ, সাপখোলা, দিঘলগ্রামসহ বেশ কয়েকটি গ্রামে গভীর রাত পর্যন্ত প্রচারণা চালায়।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রচরণার সময় বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের মো. ফারুক হোসেন বিশ্বাস বলেন, গতবার আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি অবহেলিত নিত্যানন্দপুর ইউনিয়নের অনেক উন্নয়ন করেছি তা আপনারা সবাই জানেন। কখনো পেশিশক্তি বা কোন ধরনের অনিয়মের সাথে আমি যুক্ত ছিলাম না। এবারও আপনাদেরই জনসমর্থনে আমি ভোটযুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য হই। আপনারা সবাই জানেন আমার প্রতিপক্ষ প্রার্থী নৌকা প্রতীক পাওয়ার পর থেকেই এই ইউনিয়নের সাধারণ মানুষের প্রতি হয়রানি, জুলুম, নির্যাতনসহ সন্ত্রাসীমূলক আচরণ করছে আপনাদের সাথে। এলাকায় বহিরাগতদের ভাড়া করে এনে তাণ্ডব চালাচ্ছে নিয়মিত।আমাকে পর্যন্ত কয়েকদিন বাড়িতে অবরুদ্ধ করে রেখেছিল তারা।

কিন্তু প্রচরণার মাঠে এসে আপনাদের যে সমর্থন পাচ্ছি তাতে কোন বাধা বা ষড়যন্ত্র এই নির্বাচনে আমাকে পরাজিত করতে পারবে না। ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো শেষ করে একটা মডেল ইউনিয়নে রুপান্তরিত করতে চাই। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আগামী ১০ ফেব্রুয়ারীর নির্বাচনে আমাকে মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

(একে/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০২২)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test