E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় দুই গ্রাম বাসীর মধ্যে দফায়-দফায় সংঘর্ষ আহত ২৫

২০১৪ অক্টোবর ০৯ ১৫:২১:৪০
আগৈলঝাড়ায় দুই গ্রাম বাসীর মধ্যে দফায়-দফায় সংঘর্ষ আহত ২৫

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গ্রামের দুই বংশের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্রসহ দফায়-দফায় হামলা-সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আযাহা উপলক্ষে অশোকসেন ও ভুয়ারপাড় গ্রামের মধ্যে মঙ্গলবার রাতে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলার পর জয়-পরাজয়কে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় অশোকসেন গ্রামের আকরাম মোল্লা ও তার বাবা মানিক মোল্লাকে ভুয়ারপাড় গ্রামের প্রতিপক্ষ খন্দকার বংশের লোকজন মারধর করে আহত করে।

এ ঘটনার জের ধরে গতকাল বৃহস্পতিবার দুপুরে রামের বাজারে দুই গ্রামের উভয় বংশের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা-সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় সংঘর্ষে উভয় বংশের হারুন মোল্লা, আনিচ মোল্লা, মুছাই, আজাদ খন্দকার, রাসেল খন্দকার, ফজলু খন্দকার, সেলিম খন্দকার, দুলাল মোল্লা, মহিউদ্দিন, রবিউল, আমিরুল, সোহাগ, রফিকুল, আশেক, শহিদুলসহ প্রায় ২৫ জন আহত হয়।

গুরতর আহত ৮ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয় পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

(টিবিিএটিআর/অক্টোবর ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test