E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘শেখ হাসিনা এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে’

২০২৩ জানুয়ারি ২১ ১৭:২০:৪২
‘শেখ হাসিনা এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে’

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুর-১ আসন বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালি উপজেলার ৫ সহস্রাধিক শীতার্ত দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট মো. লিয়াকত শিকদার। 

শনিবার (২১ জানুয়ারি) বিকাল ৪টায় এ উপলক্ষে বোয়ালমারীস্থ জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে তিন সহস্রাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র সেলিম রেজা লিপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জাফর বিশ্বাস, চতুল ইউনিয়ন আওয়ামীগের সভাপতি মো. কামরুল হাসান, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম খান, গুনবহা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আখতার তপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জাহিদুল হক পল্লব, পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. রাজিবুর রহমান বিপ্লব, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সদস্য মুন্সী তৈয়েবুব আলম, ছাত্রলীগ নেতা মোল্যা আশিক সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, পৌরসভার কাউন্সিলরবৃন্দ।

এসময় প্রধান অতিথি লিয়াকত শিকদার তার বক্তব্যে বলেন, শেখ হাসিনা টিকে থাকলে বাংলাদেশ টিকে থাকবে, শেখ হাসিনা এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে। তিনি বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হয়েছে। আর এটা সম্ভব হয়েছে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের জন্য। সারা বিশ্বে আজ অর্থনৈতিক মন্দা। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের জন্য বাংলাদেশে তার প্রভাব পড়েনি। তিনি সমাজের বিত্তবানদের প্রতি এই তীব্র শীতে অসহায় দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ানোর আহবান জানান।

লিয়াকত শিকদার বলেন, ফরিদপুর-১ আসনের মানুষ বঙ্গবন্ধু এবং শেখ হাসিনাকে ভালোবাসে। এই আসনে স্থানীয় নির্বাচন নিয়ে নেতাকর্মীদের মধ্যে যতই ভুল বুঝাবুঝি থাকুক, ব্যক্তিগত পছন্দ -অপছন্দ থাকুক, শেখ হাসিনা প্রার্থী হিসাবে যাকে পাঠাবেন তিনিই আমাদের প্রার্থী। তিনি আগামী ২০২৪ এর জানুয়ারি মাসের সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে নির্বাচিত করে উন্নত বিশ্বের কাতারে বাংলাদেশকে নিয়ে যেতে শেখ হাসিনাকে সহযোগিতা করার আহবান জানান।

এদিকে এডভোকেট লিয়াকত শিকদার শনিবার দুপুরে মধুখালির সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝেও কম্বল বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান খোকন, সাবেক ছাত্রনেতা শাহরিয়ার রনি প্রমুখ।

এর আগে শুক্রবার লিয়াকত শিকদার বোয়ালমারী উপজেলার পার্শ্ববর্তী উপজেলা আলফাডাঙ্গার সহস্রাধিক দরিদ্রের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ আকরাম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, পৌর মেয়র আলী আকসাদ ঝন্টু প্রমুখ।

(কেএফ/এসপি/জানুয়ারি ২১, ২০২৩)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test