E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সালথায় পেঁয়াজ সংরক্ষণের জন্য ২৫টি মডেল ঘর তৈরির উদ্যোগ

২০২৩ জানুয়ারি ২২ ১৪:২৪:৩৫
সালথায় পেঁয়াজ সংরক্ষণের জন্য ২৫টি মডেল ঘর তৈরির উদ্যোগ

আবু নাসের হুসাইন, সালথা : পেঁয়াজের ঘাটতি পূরনে ফরিদপুরে চাষীদের পেঁয়াজ ও রসুন সংরক্ষণের জন্য মডেল ঘর তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসাবে পিঁয়াজ উৎপাদনকারী এলাকা হিসাবে পরিচিত ফরিদপুরের সালথা উপজেলায় ২৫টি মডেল ঘর নির্মানের কাজ শুরু হয়েছে।

সালথা উপজেলার গট্টি ইউনিয়নে এ মডেল ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেছেন কৃষি বিপনণ অধিদপ্তরের মহা পরিচালক ওমর মোঃ ইমরুল মহসিন।

এসময় উপস্থিত ছিলেন, আধুনিক পিঁয়াজ সংরক্ষণ ঘরের প্রকল্প পরিচালক মোঃ হেলালউদ্দিন, উপ প্রকল্প পরিচালক মোঃ জাহিদুল ইসলাম, সালথা উপজেলা নির্বাহী অফিসার আকতার হোসেন শাহিন, ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোহাম্মাদ বিন ইয়ামিন, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস।

কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে প্রথমধাপে সালথা উপজেলার আটটি ইউনিয়নে ২৫টি মডেল ঘর নির্মাণ করা হবে। ২৫টি ঘরে ২শ ৫০জন কৃষক পিঁয়াজ সংরক্ষন করতে পারবে বলে উপজেলা কৃষি অফিস জানিয়েছেন। আনুষ্ঠানিকভাবে উদ্বোধণের মধ্যেদিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পেঁয়াজ সংরক্ষণের জন্য মডেল ঘর নির্মাণের কাজ। প্রতিটি ঘরে সাড়ে ৪শ মন করে পিঁয়াজ সংরক্ষন করতে পারবে কৃষকেরা। এ মডেল ঘরের মাধ্যমে এ অঞ্চলের কৃষকের দীর্ঘদিনের যে দাবী ছিল তা পূরন হবে। পাশাপাশি বিপুল পরিমান পিঁয়াজ নষ্ট হবার হাত থেকে রক্ষা পাবে।

(এএনএইচ/এএস/জানুয়ারি ২২, ২০২৩)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test