E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে বাবা মেয়েসহ নিহত ৩

২০২৩ জানুয়ারি ২২ ১৮:৫৬:৪৮
ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে বাবা মেয়েসহ নিহত ৩

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আজ রবিবার বেলা সাড়ে ১২টার দিকে ভাঙ্গা-খুলনা মহাসড়কের  উপজেলার মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপর ক্ষুদ্ধ এলাকাবাসি বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ভাঙ্গা হাই-ওয়ে থানা পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা বাসটির আগুন নিয়ন্ত্রনে এনে নিহতের লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন, জেলার নগরকান্দা উপজেলার ধর্মদী গ্রামের মাইনুদ্দিন শেখ (৩৫) ও তার মেয়ে তাবাশসুম আক্তার (১০) এবং মাইনুদ্দিনের শালা ভাঙ্গা উপজেলার মাঝারদিয়া গ্রামের সৌরভ মাতুব্বর।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গোপালগঞ্জ থেকে ঢাকামুখী স্টারলাইন পরিবহনের একটি বাস মনসুরাবাদের বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে ভাঙ্গা থেকে গোপালগঞ্জগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শালা-দুলাভাই ও শিশু তাবাশসুম নিহত হন।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোঃ তৈয়ামুর ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন ভাঙ্গা হতে ডিসকভারী মটর সাইকেল (ঢাকা মেট্রো ল-১৯-৫১৬২) যোগে মাইনুদ্দিন সেক তার কন্যা ও তার শ্যালককে নিয়ে গ্রামের বাড়ী নগরকান্দায় যাচ্ছিল। মুনসুরাবাদ বাসষ্ট্যান্ডে আসার পর ঢাকাগামী ষ্টার এক্সপ্রেস (ঢাকা মেট্রো ব-১৫-৮৬৯১) পরিবহন বাসটি মোটর সাইকেল আরোহী তিনজনকে চাপা দিয়ে ১০০ মিটার পর্যন্ত টেনে হিছড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের তিন আরোহী মারা যায়। স্থানীয় জনতা উত্তেজিত হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে বাস ও বাসের নিচে থাকা মটর সাইকেলটি পুড়ে যায়। লাশ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি। এঘটনায় নিহত মাইনদ্দীনের বাড়ীতে শোকের ছায়া নেমে আসে।

(পিবি/এসপি/জানুয়ারি ২২, ২০২৩)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test