E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিজ্ঞানী হতে চায় মুশফিরাত তাবাচ্ছুম তাজিন 

২০২৩ ফেব্রুয়ারি ১০ ১৬:৪২:৩০
বিজ্ঞানী হতে চায় মুশফিরাত তাবাচ্ছুম তাজিন 

মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী : এবছর মুশফিরাত তাবাচ্ছুম তাজিন ঢাকা বোর্ড হতে শহিদ বীর উত্তম লেফটেন্ট্যাট আনোয়ার গালর্স কলেজ থেকে বিজ্ঞান বিভাগ হতে সকল বিষয়ে জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের সাথে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তার ইচ্ছে ভবিষ্যতে একজন বিজ্ঞানী হওয়ার। তাজিন পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায়ও জিপিএ ৫ পেয়েছিল। এইচএসসি পরীক্ষায় তার গড় নাম্বার ৯০.৫০।

মুশফিরাত তাবাচ্ছুম তাজিন ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের রামকান্তপুর গ্রামের গোলাম কিবরিয়া ও আক্তার জামিন এর একমাত্র কন্যা। তাজিনের পিতা গোলাম কিবরিয়া ফরিদপুরের মধুখালী থেকে প্রকাশিত সাপ্তাহিক “ মধুখালী কণ্ঠ” নামে একটি পত্রিকার সম্পাদক প্রকাশক ও গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

এই ফলাফলে মুশফিরাত তাবাচ্ছুম তাজিনের পিতা-মাতা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় এর পাশাপাশি কলেজের শিক্ষক, অভিভাবক, সহপাঠিদের কাছে কতৃজ্ঞতা প্রকাশ করেছেন। মুশফিরাত তাবাচ্ছুম তাজিন ভবিষ্যতে বিজ্ঞাণী হয়ে দেশ ও জাতির সেবা করতে চায়। সে সকলের কাছে দোয়া প্রার্থী।

(এম/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test