E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বসতঘর ভাঙলেও তৈরি হয় নাই বীর নিবাস 

২০২৩ ফেব্রুয়ারি ১৮ ১৮:০৮:৪৮
বসতঘর ভাঙলেও তৈরি হয় নাই বীর নিবাস 

নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় বেঁচে থাকতে বীর নিবাসে বসবাস করতে চায় মুক্তিযোদ্ধা মোহর আলী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস ভবনের তালিকায় মুক্তিযোদ্ধা মহর আলীর নাম লেখাতে পারলেও আশেপাশের বীর নিবাস নির্মাণ কাজ শেষ পর্যায় হলেও তার বীর নিবাস নির্মাণ কাজ আজও শুরু করেনি ঠিকাদারী প্রতিষ্ঠান। 

উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইচাইল গ্রামের মুক্তিযোদ্ধার মহর আলীর বসত ঘরটি বীর নিবাস নির্মাণের জন্য ভেঙ্গে রাখলেও আজও নির্মাণ কাজ শুরু হয়নি এমনকি নির্মাণ কাজের কোন সামগ্রী এখনও তার বাড়িতে পৌছায়নি।সামনে ঝড় বৃষ্টির দিন তাই বেচে থাকতে বীর নিবাসে বসবাস করতে চায় মুক্তিযোদ্ধা মোহর আলী।

ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আবদুল্লা বলেন, মুক্তিযোদ্ধা মহর আলীর বাড়িতে বীর নিবাস নির্মাণের জন্য মালামাল নিতে কোন ভালো রাস্তা নেই মালামাল নিতেও অনেক খরচ হবে, এছাড়া বীর নিবাস নির্মাণ সামগ্রীর দাম যেভাবে বাড়ছে তাতে বীর নিবাস নির্মাণ কাজ করা হচ্ছেনা। এছাড়া যেসকল বীর নিবাস কাজ চলছে তা সঠিক ভাবে শেষ না করলেও আমরা কোন টাকাপয়সা পাবনা।

এ ব্যপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির বলেন, বীর নিবাস নির্মাণ কাজ না করে কোন ঠিকাদার বিল নিতে পারবেনা কোন সুযোগ নাই। এছাড়া কাজ না করলে ঠিকাদারের জামানত ফেরত পাবেনা। মুক্তিযোদ্ধা মহর আলীর বীর নিবাস নির্মাণ কাজ যাহাতে তাড়াতাড়ি হয় আমরা তার জন্য তৎপর চালাচ্ছি।

(পিবি/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test