E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

২০২৩ মার্চ ০১ ১৫:২৭:১৪
ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

দিলীপ চন্দ, ফরিদপুর : ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ফরিদপুর কবি জসিমউদ্দিন হলে ও ফরিদপুর নির্বাচন অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যান প্রার্থী এবং প্রতীকের নাম

১। ঈশান গোপালপুর ইউনিয়ন:

ক) আঃ জলিল মল্লিক- চশমা
খ) উজ্জল সরকার (লোটন)- ঘোড়া
গ) নুরুজ্জামান চৌধুরী (পংকজ)- টেলিফোন
ঘ) সোবহান মোল্লা- আনারস
ঙ) মিজানুর রহমান- টেবিল ফ্যান
চ) মোস্তফা কামাল- হাতপাখা
ছ) শহীদুল ইসলাম (মজনু)- নৌকা
জ) শহীদুল ইসলাম- রজনীগন্ধা
ঝ) হাবিবুর রহমান- মোটরসাইকেল

২। নর্থ চ্যানেল ইউনিয়ন :

ক) আখতারুজ্জামান- ঘোড়া
খ) মোহাম্মদ মোফাজ্জেল হোসেন- নৌকা
গ) মোঃ মোস্তাকুজ্জামান (মোস্তাক)- আনারস
ঘ) মোঃ শাহিদ আল ফারুক- মোটরসাইকেল

৩। চরমাধবদিয়া ইউনিয়ন :

ক) খলিল সেক- ঢোল
খ) তৌফিকুল আল মামুন- রজনীগন্ধা
গ) মঈনউদ্দিন আহমেদ- চশমা
ঘ) মির্জা সাইফুল ইসলাম (আজম)- টেবিল ফ্যান
ঙ) মোহাম্মদ তৌহিদুর রহমান- নৌকা
চ) মোঃ জামান সরদার- অটোরিকশা
ছ) মোঃ সাহীদ হাসান (ঝন্টু)- ঘোড়া
জ) মোঃ হাসান আলী- আনারস
ঝ) সেলিম শাহরিয়া- মোটরসাইকেল।

৪। কৃষ্ণনগর ইউনিয়ন :

ক) ইব্রাহিম আলী- ঘোড়া
খ) এ কে এম বাদশা- নৌকা
গ) জাহাঙ্গীর হোসেন- মোটরসাইকেল
ঘ) জিন্নাহ খান – অটোরিকশা
ঙ) বিজয় কুমার বিশ্বাস- ঢোল
চ) মোহাম্মদ কামাল হোসেন- আনারস
ছ) মোঃ আসাদুজ্জামান- টেলিফোন
জ) মোঃ গোলাম মোস্তফা- চশমা
ঝ) যুবায়ের হোসেন- হাতপাখা।

৫। মাচ্চর ইউনিয়ন :

ক) এস এম মামুনুর রশিদ- মোটরসাইকেল
খ) মোঃ জাহিদ মুন্সী- আনারস
গ) মোঃ বিলায়েত হোসেন- হাতপাখা
ঘ) মোঃ রাজ জব্বার কোবাত- চশমা
ঙ) মোঃ রিজন মোল্লা- নৌকা
চ) শাহ মোঃ রকিবুল- ঘোড়া।

৬। আলিয়াবাদ ইউনিয়ন :

ক) মোঃ নুরুউদ্দিন মন্ডল- মোটরসাইকেল
খ) মোঃ আক্তারুজ্জামান- আনারস
গ) মোঃ আব্দুস সামাদ- হাতপাখা
ঘ) ওমর ফারুখ (ডাবলু)- নৌকা
ঙ) মোঃ খলিলুর রহমান- চশমা।

৭। কৈজুরী ইউনিয়ন :

ক) ফকির মোঃ ছিদ্দিকুর রহমান- নৌকা
খ) মামুনুর রশীদ খান- মোটর সাইকেল
গ) মুহাম্মদ মামুন অর রশিদ- চশমা
ঘ) মোহাম্মদ জাফর ইকবাল (দুলাল)- টেলিফোন
ঙ) মোঃ আজিজুল মোল্লা- হাতপাখা
চ) মোঃ নাজিমউদ্দীন সেক (লেনিন)- আনারস।

৮। গেরদা ইউনিয়ন :

ক) জাহাঙ্গীর আলম- মোটরসাইকেল
খ) মুহাম্মদ মঈনুল ইসলাম- রজনীগন্ধা
গ) মোঃ আরিফ হোসেন- আনারস
ঘ) মোঃ নুরুল ইসলাম- হাতপাখা
ঙ) মোঃ সেলিম মিয়া- অটোরিকশা
চ) শাহ মোঃ এমার হক- নৌকা
ছ) সৈয়দ মাকসুদ আলী (বিদু)- ঘোড়া

৯। কানাইপুর ইউনিয়ন :

ক) শাহ মোহাম্মদ আলতাফ- মোটরসাইকেল
খ) মোঃ অহিদ মোল্লা- আনারস
গ) মোঃ সাইফুল আলম- নৌকা
ঘ) মোঃ শাহিদুল ইসলাম- চশমা
ঙ) ফকির মোঃ বেলায়েত হোসেন- অটোরিকশা।

১০। অম্বিকাপুর ইউনিয়ন :

ক) নুরুল আলম- মোটরসাইকেল
খ) জয়নাল আবেদিন চৌধুরী- আনারস
গ) আবু সাইদ চৌধুরী (বারী)- নৌকা।

১১। ডিক্রীরচর ইউনিয়ন :

ক) ইমরান হোসেন (জনি)- আনারস
খ) মেহেদী হাসান (মিন্টু)- মোটরসাইকেল
গ) মোঃ আনোয়ার হোসেন (আবু)- নৌকা
ঘ) মোঃ আলমগীর- টেলিফোন
ঙ) মোঃ আলম শেখ- চশমা
চ) শেখ মোঃ শহিদুল ইসলাম- ঘোড়া।

উল্লেখ্য যে, আগামী ১৬ই মার্চ ২০২৩ সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

(ডিসি/এসপি/মার্চ ০১, ২০২৩)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test