E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বি আর বি কেবল ইন্ডাষ্ট্রিজের ৩ যুগ পূর্তি উৎসব আজ

২০১৪ অক্টোবর ২৩ ১২:০৪:৩৭
বি আর বি কেবল ইন্ডাষ্ট্রিজের ৩ যুগ পূর্তি উৎসব আজ

কুষ্টিয়া প্রতিনিধি : বাংলাদেশের শীর্ষ কেবল প্রস্ততকারী প্রতিষ্ঠান বি আর বি কেবল ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের আজ (২৩ অক্টোবর) ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী।

এ উপলক্ষে কুষ্টিয়ার কুমারগাড়া বিসিক শিল্পনগরীস্থ বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের প্রধান কার্যালয় ও কারখানায় দিনব্যাপী ব্যাপক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিরাজ করছে উৎসব-আমেজ। সকাল ৯টায় শুরু হয়েছে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান। দিনব্যাপী কর্মসূচীতে রয়েছে মিলাদ মাহফিল, আলোচনা সভা, বিনোদনসহ নানা আয়োজন। দেশের গৌরবময় এই শিল্প প্রতিষ্ঠানের ৩ যুগ পূর্তিতে বিআরবি গ্রুপের চেয়ারম্যান দেশবরেণ্য শিল্পপতি আলহাজ্ব মজিবর রহমান প্রতিষ্ঠান ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের কর্মসুচীর উদ্বোধন করেন।

এরপর জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের উপস্থিতিতে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্পপতি পারভেজ রহমান, এম আর এস’র ব্যবস্থাপনা পরিচালক শামসুর রহমান, কিয়াম মেটালের ব্যবস্থাপনা পরিচালক মেজবার রহমানসহ বিআরবি গ্রুপের সকল অঙ্গপ্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত রয়েছে। এরপর দিনব্যাপী এ প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহনে চলবে নানা অনুষ্ঠান।

শিল্পের জেলা কুষ্টিয়া হলেও সেই শিল্প শহরের পাদপিঠে কোন শিল্পই স্থায়ী হতে পারেনি। ফলে জেলার বেকার জনস্রোতের দুঃখ-দূর্দশার কথা এবং আর্থ-সামাজিক অবক্ষয়ের ছবি কাছ থেকে উপলব্ধি করেই আলহাজ্ব মজিবর রহমান ১৯৭৮ সালের আজকের এই দিনে কুষ্টিয়া শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে কুমারগাড়া বিসিক শিল্পনগরীতে স্থাপন করেন বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড নামে কেবল প্রস্ততিকরণ কারখানা। হাতে গোনা ক’জন লোক নিয়ে ১৯৮০ সালের ২৩ জানুয়ারী বি আর বি কেবল তাদের উৎপাদন কার্যক্রম শুরু করে। তবে মূলধনের স্বল্পতা, বিভিন্ন শর্তারোপ এবং অন্যান্য প্রতিকুল অবস্থার কারনে উৎপাদন শুরুর পরপরই এই শিল্প প্রতিষ্ঠানটি বাধাগ্রস্থ হতে থাকে এবং এক পর্যায়ে তা বন্ধ হয়ে যায়। কিন্তু প্রতিষ্ঠাতা আলহাজ্ব মজিবর রহমানের ধৈর্য্য ও ঐকান্তিক প্রচেষ্টায় সমস্ত প্রতিকুল অবস্থাকে মোকাবেলা করার চ্যালেঞ্জ নিয়ে ১৯৮৩ সালে আবারও সামান্য ক’জন লোকবল দিয়ে তিনি বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ-এ উৎপাদন শুরু করেন। এরপর বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ লিমিটেডকে সাফল্যের সিঁড়ি পেরুতে আর পেছন ফিরে তাকাতে হয়নি। গুণগত মানসম্পন্ন বৈদ্যুতিক ওয়্যারস এন্ড কেবল কন্ডাক্টর উৎপাদনের কারণে দেশের সর্বত্র এই প্রতিষ্ঠানের নাম ছড়িয়ে পড়ে। বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজের উৎপাদন তালিকায় একের পর এক নতুন নতুন পণ্য যোগ হতে থাকে।

(কেকে/এইচআর/অক্টোবর ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test