E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরার ধর্ষণ চেষ্টা মামলার আসামী রাজধানী থেকে গ্রেপ্তার

২০২৩ জুন ০৯ ১৬:১১:৫৮
সাতক্ষীরার ধর্ষণ চেষ্টা মামলার আসামী রাজধানী থেকে গ্রেপ্তার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় ধর্ষণ চেষ্টা মামলার আসামী মোঃ আলফাজ হোসেনকে(৪৫) রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার দুপুর আড়াইটায় র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানী কমান্ডার মেজর জিএম গালিব খবরটি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত আসামী কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গারাখালি গ্রামের মৃত আনসার আলীর ছেলে।

মেজর গালিব জানান, গত ৬ জুন মঙ্গলবার কলারোয়ার গ্যাড়াখালি গ্রামে এক প্রতিবেশীর বাড়িতে কেউ না থাকায় সুযোগ বুঝে তার সাড়ে চার বছর বয়সী শিশুকন্যাকে ধর্ষনের চেষ্টা করে আলফাজ। এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সে পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে কলারোয়া থানায় একটি ধর্ষনচেষ্টার মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামী আলফাজ বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল তাকে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মেজর গালিব আরও জানান, গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

(আরকে/এসপি/জুন ০৯, ২০২৩)

পাঠকের মতামত:

১৬ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test