E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন

২০২৩ আগস্ট ১৫ ২২:২৪:২৬
কেন্দুয়ায় নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : গভীর শ্রদ্ধায় কেন্দুয়া উপজেলা প্রশাসনসহ বিভিন্ন বিভাগ ও রাজনৈতিক, সামাজিক এবং সংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উদযাপন করে।

আজ মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রঙ্গণে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার কাবেরি জালাল।

পরে উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রেস ক্লাব, কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, সায়মা শাহজাহান একাডেমি, ল্যাবরেটরী স্কুল ও পারভীন সিরাজ মহিলা কলেজ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জাতির জনকের ম্যুরালে ফুলে ফুলে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও কাবেরি জালালের সভাপতিতে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, মাসকা ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম বাঙ্গালী, ওসি মো: আলী হোসেন পিপিএম, কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হুসাইন মুহাম্মদ ফারাবি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: আসাদুল হক ভূঞা, সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: নূরুল ইসলাম। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ৪ যুবকের মাঝে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র/ছাত্রীদের হাতে পুরষ্কার তোলে দেওয়া হয়।

বঙ্গবন্ধু পরিষদ কেন্দুয়া উপজেলা শাখার খাবার বিতরণ

বঙ্গবন্ধু পরিষদ কেন্দুয়া উপজেলা শাখায় আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলেক্ষ্যে মডেল মসজিদে আলোচনা সভা দোয়া মাহফিল এবং খাবার বিতরণ করা হয়।

বদিউজ্জামান তালুকদার বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: নূরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুর কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: আসাদুল হক ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক মো: কামরুল হাসান ভূঞা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক কবি আয়েস উদ্দিন ভূঞা প্রমুখ।

কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের বৃক্ষ রোপন কর্মসূচি

১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকলকে নির্দয়ভাবে হত্যা করা হয়। জাতির পিতাসহ সেদিনের সকল শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় শোক দিসব উপলেক্ষ্যে কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে এক বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করে।

দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবন প্রাঙ্গণে কাঁঠাল ও পেয়ারা গাছের চারা রোপন করে কর্মসূচির উদ্ভোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: নূরুল ইসলাম। পরে কেন্দুয়া থানা কম্পাউন্ডে কাঁঠাল ও পেয়ারা গাছের চারা রোপন করেন, সহকারী কমিশনার ভূমি মো: রজিব হোসেন, অফিসার ইনর্চাজ মো: আলী হোসেন পিপিএম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মির্জা মোহাম্মদ। চারা রোপন কাজে সহাযোগিতা করেন বন বিভাগের কর্মচারি মো: ইদ্রিস মিয়া।

এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, উপজেলা প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মো: মনিরুল ইসলাম আকন্দ সোহেল ও উপজেলা প্রেস ক্লাব সদস্য সাংবাদিক নিতীশ সূত্রধর।

(এসবি/এসপি/আগস্ট ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test