E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডাকাত-পুলিশ সংঘর্ষে ৩ পুলিশ সদস্য আহত, গ্রেফতার ৬  

২০২৩ সেপ্টেম্বর ১৭ ১৬:৫১:৩৩
ডাকাত-পুলিশ সংঘর্ষে ৩ পুলিশ সদস্য আহত, গ্রেফতার ৬  

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতের সাথে পুলিশ সংঘর্ষে পুলিশের তিন সদস্য আহত হয়েছে। এরপর রাতভর পুলিশের অভিযানে গুলিবিদ্ধ সুজিত সহ ৬ ডাকাত গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। আহত পুলিশের এক সদস্য ও গুলিবিদ্ধ সুজিতকে ঢাকা মেডিকেল কজেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে আড়াইহাজার থানার বিষনন্দী এলাকায় ডাকাতির ঘটনা ঘটে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপারে কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এ সব তথ্য জানান।

এসময় পুলিশ সুপার বলেন, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে আড়াইহাজার থানার বিষনন্দী এলাকায় ৬-৭ জনের ডাকাত দল মোরটসাইকেল আরোহী দুইজনের গতিরোধ করে। পরে তাদের মোরটসাইকেল, টাকা, মোবাইল ফোন সহ মালামাল লুটে নেয়। এ খবর পেয়ে আড়াইহাজার থানার টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করে ডাকাত জুয়েলকে আটক করলেও সহযোগীরা পালিয়ে যায়। পরে জুয়েলের তথ্যমতে আড়াইহাজার থানা ও ডেমরা থানা পুলিশ যৌথভাবে ডেমরা স্টাফ কোয়াটার এলাকায় অভিযান চালায়। এসময় রূমে থাকা ডাকাতরা বাড়ির দরজা খুলেই পুলিশের উপর হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য আহত হয়। জানমাল রক্ষার্থে পুলিশ শর্টগানের গুলি ছুড়ে। এতে ডাকাত দলের সদস্য ফাহিম গুলিবিদ্ধ হয়। এ সময় পুলিশের একটি অস্ত্রও ভেঙ্গে যায়। পরে পুলিশ সেখান থেকে কয়েকজন ডাকাতকে গ্রফতার করে। তাদের দেয়া তথ্যমতে পুলিশ নরসিংদী অভিযান চালিয়ে এক ডাকাতকে গ্রেফতার ও লুণ্ঠিত মোটরসাইকেল মালামাল উদ্ধার করে।

পুলিশ সুপার আরো জানান, ডাকাত সদস্যদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া আহত পুলিশের এক সদস্য ও গুলিবিদ্ধ সুজিতকে ঢাকা মেডিকেল কজেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের আহত অন্য সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

গ্রেফতারকৃত ডাকাতরা হলো- সজীব (২৮), জুয়েল (২৫), বাদল (২৫), আমজাদ (২৬), রাকিব (১৯), মমিন (২৬)। উক্ত ঘটনায় ডেমরা ও আড়াইহাজার থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

(এস/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test