E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিদ্ধিরগঞ্জে আক্কাছ সিকদার হত্যায় জড়িত ২ আসামী গ্রেফতার

২০২৩ সেপ্টেম্বর ২১ ১৭:০২:১৬
সিদ্ধিরগঞ্জে আক্কাছ সিকদার হত্যায় জড়িত ২ আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : সবজি বিক্রেতা আক্কাছ সিকদার হত্যা মামলায় জড়িত ২ জন আসামীকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম বার।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- জোবায়ের হোসেন (২২) ও মৃদুল ওরফে মিদুল (২০)।

এসময় পুলিশ সুপার বলেন, গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা ০৪ জন ছিনতাইয়ের উদ্দেশ্যে সবজি বিক্রেতা আক্কাছের পথরোধ করে। আক্কাছ ছিনতাইয়ে বাধা প্রদান করলে তাকে ছুরিকাঘাতে হত্যা করে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

তিনি আরো বলেন, অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামী ১। জোবায়ের হোসেন (২২) কে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি দশপাইপ এলাকা হতে এবং আসামী ২। মোঃ মৃদুল ওরফে মিদুল (২০) কে সিদ্ধিরগঞ্জ থানাধীন আল আমিন নগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। হত্যাকান্ডের সময় ব্যবহৃত একটি কালো সবুজ রংয়ের এফজেডএস মোটরসাইকেল এবং লুন্ঠিত নগদ ১ হাজার ২০০ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। ঘটনায় জড়িত অপর দুই জনকে গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য গত ১৯ সেপ্টেম্বর ভোর রাতে সবজি ব্যবসায়ি আক্কাছ সিকদার (৪৫) বাসা থেকে কাচাঁমাল ক্রয়ের জন্য যাত্রাবাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। এসময় সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি তালতলা এলাকার রেকমত আলী হাই স্কুলের দক্ষিন পাশে চার রাস্তার মোড়ে পৌঁছালে হঠাৎ অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা তার পথরোধ করে।

দুষ্কৃতিকারীরা আক্কাশ সিকদারের কাছে থাকা টাকা ছিনতাইয়ের চেষ্টা করলে তিনি বাধা প্রদান করে। তখন অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা তাকে ছুরিকাঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে নগদ ১৫,০০০/- (পনের হাজার) টাকা ছিনতাই করে পালিয়ে যায়। পরে থানা পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থল হতে আক্কাছ সিকদার’কে খানপুর হাসপাতাল নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আক্কাছ সিকদার’কে মৃত ঘোষনা করেন।

মৃত আক্কাছ সিকদারের ভাই ইব্রাহিম সিকদার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা ও দস্যূতা মামলা দায়ের করেন যার মামলা নং-৩৬।

(এস/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test