E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে কর্মসৃজন কর্মসূচি কাজের উদ্বোধন

২০২৩ নভেম্বর ১১ ১৭:৫৬:৪৭
পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে কর্মসৃজন কর্মসূচি কাজের উদ্বোধন

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অতি দরিদ্রদের জন্য ২০২৩-২০২৪ অর্থবছরের ১ম পর্যায়ের ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির (ইজিপিপি) প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে। ১১ নভেম্বর সকালে উপজেলার হোসেনপুর ইউনিয়নের জগন্নাথপুর রাস্তায় আনুষ্ঠানিকভাবে এ কাজের শুভ উদ্বোধন করেন অত্র ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্য-সহকারী ইউছুফ আলী, ৬নং ওয়ার্ড সদস্য পল্লব মিয়া, ৪নং ওয়ার্ড সদস্য অলিউর রহমান, সংরক্ষিত মহিলা সদস্য আনোয়ারা বেগম,সমাজসেবক হেলাল মিয়া প্রমুখ।

এ বিষয়ে হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু বলেন, সম্প্রতি বন্যায় আমার ইউনিয়নে বিভিন্ন গ্রামীণ রাস্তা গুলো গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী হিসেবে বন্যা কবলিত এলাকায দরিদ্র মানুষের জন্য এ কর্মসৃজন প্রকল্পটি অত্যান্ত গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখবে। যে সমস্ত এলাকায় দরিদ্র, গরীব ও অসহায় মানুষ রয়েছে তারা এই প্রকল্পের মাধ্যমে কাজ করে জীবন-জীবিকা নির্বাহ করতে পারবে। এ কর্মসূচি প্রকল্লের আওতায় প্রত্যেক শ্রমিক দৈনিক ৪শ' টাকা হারে ৯টি ওয়ার্ডে ২৩৬ জন শ্রমিক কাজ করবেন।

(আরআই/এএস/নভেম্বর ১১, ২০২৩)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test