E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

জামালপুরে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিলেন আ'লীগ নেতা রেজনু

২০২৩ নভেম্বর ৩০ ১৬:২৯:৪০
জামালপুরে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিলেন আ'লীগ নেতা রেজনু

রাজন্য রুহানি, জামালপুর : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রেজনু সিআইপি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১২টা ৩০ মিনিটের দিকে তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে রেজাউল করিম রেজনু জামালপুর জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. শফিউর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মনু, পৌর আওয়ামী লীগের সদস্য এমরান সরকার, শাহী ইমরান, সদর উপজেলা যুবলীগ নেতা লুৎফুল কবীর বাবু, পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল গনী, লক্ষীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আনিছুর রহমান, দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহ-সভাপতি ইকরামুল হক নবীন, পরিচালক হাজী মো. নজরুল ইসলাম, পরিচালক ফখরুজ্জামান আকন্দ লিটন, পরিচালক ইউসুফ আলী খান প্রমুখ।

মনোনয়নপত্র জমা দিয়ে রেজাউল করিম রেজনু সাংবাদিকদের বলেন, 'তৃণমূল নেতাকর্মী ও সর্বস্তরের জনগনের ব্যাপক ভালোবাসা ও চাওয়া-পাওয়ার কারণে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামালপুর-৫ সদর আসনে মনোনয়ন ফরম দাখিল করেছি। আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রত্যাশা আমি যেন জামালপুর-৫ সদর আসনে এমপি নির্বাচনে অংশগ্রহণ করি।'

তিনি আরও বলেন, 'জনগণের প্রত্যাশা পুরণে ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং উন্নয়নে দিক থেকে পিছিয়ে থাকা জামালপুর সদরকে শেখ হাসিনার উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সহযাত্রী হিসেবে সাধারণ জনগণকে পাশে নিয়ে একসাথে পথ চলতে চাই। জনগণ যদি আমাকে তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করেন তা হলে আমি তাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। নির্বাচন আচরণবিধি মেনে সকল কর্মকাণ্ড পরিচালিত হবে।'

(আরআর/এএস/নভেম্বর ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test